Dev: জেঠুকে হারালেন টলিউড অভিনেতা তথা সাংসদ দেব
অধিকারী পরিবারে দুঃসংবাদ। নিকটআত্মীয়কে হারালেন টলিউড অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। নিজের জেঠুকে হারালেন অভিনেতা। কর্মসূত্রে কলকাতা থাকলেও দেবের আদি বাড়ি মেদিনীপুরে। সেখানেই রয়েছে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। খবর আসা মাত্রই তড়িঘড়ি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেব।
শুক্রবার রাতেই প্রয়াত অভিনেতার জেঠু তারাপদ অধিকারী। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। বয়স হয়েছিল ৬৫। দেবের বাবা গুরুপদ অধিকারী ইতিমধ্যে মেদিনীপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। যৌথ পরিবারের অন্যান্য সদস্যও এই বাড়িতেই রয়েছেন। শোকের ছায়া নেমে এসেছে অধিকারী পরিবারে।
গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উজ্জ্বল উপস্থিত লক্ষ্য করা যায় টলিউড অভিনেতা তথা সাংসদ দেবের। বড়দিনের আগে, আগামী ২৩ ডিসেম্বর ২০২২-এ মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘প্রজাপতি’। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এরই ফাঁকে হঠাৎ নিজের জেঠুকে হারালেন অভিনেতা।
আরও পড়ুন: ‘কথামৃত’র জয়জয়কার, কৌশিক-অপরাজিতার ছবির ঝুলিতে পরপর চারটি পুরস্কার
বাবা-ছেলের সম্পর্কের সমীকরণের গল্প বলবে ‘প্রজাপতি’। পরিচালক অভিজিৎ সেনের ‘প্রজাপতি’তে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী এবং দেব। এই ছবিতে প্রথমবার একসঙ্গে রুপোলি পর্দায় দেখা যাবে এই দুই তারকাকে।
পুরোদস্তুর পারিবারিক ছবি ‘প্রজাপতি’। ছবিতে দেবের নায়িকা ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন ‘বাবা’ মিঠুন। পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। কাকে বেছে নেবেন দেব, সেই উত্তর দেবে অভিজিৎ সেন -এর ‘প্রজাপতি’।
For all the latest entertainment News Click Here