Deodhar Trophy: উত্তরাঞ্চলের নেতৃত্বে KKR অধিনায়ক, পশ্চিমাঞ্চলের টিমে শিবম দুবে
দিল্লির বাসিন্দা বাঁ-হাতি ব্যাটসম্যান নীতিশ রানাকে দেওধর ট্রফির জন্য উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি। এর আগে ২০২৩ আইপিএলে শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে গেলে, পুরো টুর্নামেন্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন নীতিশ।
২৯ বছরের তারকা ২০২১ সালে শ্রীলঙ্কা সফরের সময় একটি ওডিআই এবং দু’টি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। সেই সঙ্গে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খুব খারাপ পারফরম্যান্স করেননি। ২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান সংগ্রহ করেছিলেন। তিনটি হাফ সেঞ্চুরি ছিল। এবং ১৪০.৯৫ স্ট্রাইক রেট ছিল নীতিশের। উল্লেখযোগ্য ভাবে, নীতিশ রানা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক করেছিলেন। শুধুমাত্র রিঙ্কু সিংয়ের (৪৭৪ রান) চেয়ে তিনি পিছিয়ে ছিলেন।
প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান অভিষেক শর্মা, উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রভসিমরান সিং এবং হর্ষিত রানাকে উত্তরাঞ্চল অন্তর্ভুক্ত করেছে। যার ফলে দেওধর ট্রফির জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াডও শক্তিশালী হয়েছে। যাইহোক, এটি লক্ষণীয় যে এই তিন জন প্লেয়ার ইমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় দলেরও অংশ, যেটি ১৩ জুলাই থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। ভারত এই টুর্নামেন্টের ফাইনালে উঠলে, অভিষেক শর্মা, প্রভসিমরন সিং এবং হর্ষিত রানা পরবর্তী তারিখে উত্তরাঞ্চলের দলে যোগ দেবেন।
আরও পড়ুন: সপ্তম হয়েও সেই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা রখতে চলেছে KKR?
এ দিকে ভারত এবং মুম্বইয়ের অলরাউন্ডার শিবম দুবেকে সোমবার ১৫-সদস্যের পশ্চিমাঞ্চল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে ২৪ জুলাই থেকে শুরু হতে চলা দেওধর ট্রফির জন্য ফাস্ট বোলার তুষার দেশপান্ডেকে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।
পশ্চিমাঞ্চলের ১৫-সদস্যের দলে ডানহাতি ভরত এবং দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান পৃথ্বী শ’ রয়েছেন। যদিও তিনি দলীপ ট্রফির সমাপ্তির পরে নর্থহ্যাম্পটনশায়ারের সঙ্গে কাউন্টি খেলার জন্য উড়ে যাবেন বলে মনে করা হচ্ছে। প্রিয়ঙ্ক পাঞ্চালকে পশ্চিমাঞ্চলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। এই দলে সরফরাজ খান এবং রাহুল ত্রিপাঠিও রয়েছে।
আরও পড়ুন: ফিল্ডিংয়ে আরও ক্ষিপ্র হতে নয়া ড্রিলে মাতলেন কোহলিরা, অনুশীলন দেখে মজা পাবেন আপনিও- ভিডিয়ো
এ দিকে বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়া কনুইয়ের চোটের কারণে দলীপ ট্রফি থেকে বাদ পড়েছিলেন। তবে পরে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির সেমিফাইনালের আগে তাঁকে পশ্চিমাঞ্চলের দলে ডাকা হয়েছিল। দেওধর ট্রফিতে পশ্চিমাঞ্চলের পাঁচ সদস্যের স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় সাকারিয়াও রয়েছেন।
দেওধরের জন্য উত্তরাঞ্চ এবং পশ্চিমাঞ্চলের স্কোয়াড:
উত্তরাঞ্চল টিম- নীতিশ রানা (অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরান সিং, এসজি রোহিলা, এস খাজুরিয়া, মনদীপ সিং, হিমাংশু রানা, বিভ্রান্ত শর্মা, নিশান্ত সিন্ধু, ঋষি ধাওয়ান, যুধবীর সিং, সন্দীপ শর্মা, হর্ষিত রানা, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডে।
স্ট্যান্ড-বাই প্লেয়ার: মায়াঙ্ক ডাগর, মায়াঙ্ক যাদব, আরসলান খান, শুভম অরোরা, যুবরাজ সিং, মানান ভোরা, আকিব নবি, শিবাঙ্ক বশিষ্ট।
পশ্চিমাঞ্চল টিম: প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শ’, রাহুল ত্রিপাঠি, হারভিক দেশাই, হেট প্যাটেল, সরফরাজ খান, অঙ্কিত বাওয়ানে, সমর্থ ব্যাস, শিবম দুবে, অতীত শেঠ, পার্থ ভুট, শামস মুলানি, আরজান নাগওয়াসওয়ালা, চিন্তন গাজা, রাজবর্ধন হাঙ্গারগেকর।
স্ট্যান্ড-বাই প্লেয়ার: চেতন সাকারিয়া, তুষার দেশপান্ডে, যুবরাজ দোদিয়া, আবু কাজী, কাথান প্যাটেল।
For all the latest Sports News Click Here