DC vs SRH: আগুন ঝরাতে তৈরি উমরান, দিল্লি ও হায়দরাবাদের সম্ভাব্য একাদশে চোখ রাখুন
বৃহস্পতিবার IPL 2022-এর ৫০তম লিগ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ব্র্যাবোর্ন স্টেডিয়ামের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে দু’দলের সম্ভাব্য একাদশে চোখ রাখা যাক। দেখে নিন কেমন হতে পারে আপনার ফ্যান্টাসি দল।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:- কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, নিকেলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর/জগদীশা সূচিথ, ভুবনেশ্বর কুমার, মারকো জানসেন, উমরান মালিক ও টি নটরাজন/কার্তিক ত্যাগী।
আরও পড়ুন:- RCB vs CSK: ধোনি আউট হতেই গালাগাল কোহলির! মাহির এমন অপমান মেনে নিতে পারছেন না অনুরাগীরা, ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়
সম্ভাব্য ফ্যান্টাসি একাদশ:-
নিরাপদ দল: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার (ভাইস ক্যাপ্টেন), মিচেল মার্শ, রাহুল ত্রিপাঠী, পৃথ্বী শ, অভিষেক শর্মা, এডেন মার্করাম, কুলদীপ যাদব (ক্যাপ্টেন), শার্দুল ঠাকুর, টি নটরাজন ও উমরান মালিক।
আরও পড়ুন:- IPL 2022: চোট পেয়ে ছিটকে গেলেন দুবে, পরিবর্ত হিসেবে হায়দরাবাদ শিবিরে ঢুকে পড়লেন মিশ্র
ঝুঁকিপূর্ণ দল: নিকেলাস পুরান, ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, রাহুল ত্রিপাঠী (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, এডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব ও টি নটরাজন (ক্যাপ্টেন)।
For all the latest Sports News Click Here