DC vs MI Live: টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ঋষভ পন্তের
লাইভ আপডেটস
Updated: 27 Mar 2022, 03:39 PM IST
- মাত্র দুই বিদেশিকে নিয়ে মাঠে নামছে দিল্লি, মুম্বই জার্সিতে অভিষেক চার তারকার।
গত মরশুমটা রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একেবারেই ভাল কাটেনি। নকআউটে পর্যন্ত কোয়ালিফাই করতে পারেননি তারা। অপরদিকে, দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত লিগ পর্বের পর নক আউটে পৌঁছলেও ফাইনালে উঠতে পারেনি। নতুন উদ্যমে তাই নতুন মরশুমের প্রথম ম্যাচেই ঝাঁপাবে দুই শক্তিধর দল।
ভাল ওভার খলিলের
ম্যাচের দ্বিতীয় ওভারে মাত্র ছয় রান দিলেন খলিল আহমেদ। দুই ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৬-০।
ভাল শুরু মুম্বইয়ের
মুম্বইয়ের হয়ে শুরুটা বেশ ভালই করলেন অধিনায়ক রোহিত শর্মা। শার্দুল ঠাকুরের প্রথম ওভারে একটা চার ও একটা ছয়ের সুবাদে ১০ রান তুললেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের হয়ে বিদেশিদের মধ্যে একমাত্র টিম সেফার্ত ও রোভম্যান পাওয়েল উপস্থিত রয়েছেন। তাদের নিয়েই নামছে দিল্লি
ক্যাপিটালসের প্রথম একাদশ-
পৃথ্বী শ, টিম সেফার্ত, মনদীপ সিং, ঋষভ পন্ত, (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্য়ান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একেবারে চার তারকা তিলক বর্মা, টিম ডেভিড, টাইমাল মিলস এবং মুরুগান অশ্বিনের অভিষেক ঘটছে।
মুম্বইয়ের প্রথম একাদশ-
ইশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, তিলক বর্মা, টিম ডেভিড, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, বাসিল থাম্পি।
টসে জিতল দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্ত টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।
একগুচ্ছ তারকাকে পাবে না দিল্লি
এই ম্যাচের জন্য ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, মোট পাঁচ বিদেশি তারকাকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। কাল কলকাতা নাইট রাইডার্স তিন বিদেশি খেলিয়েছিল, আজ দিল্লি সর্বাধিক দুই বিদেশিকেই মাঠে নামাতে পারবে।
মুম্বইয়ের হতশ্রী ওপেনিং ম্যাচ রেকর্ড
বরাবরই রেকর্ড চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স মন্থর গতিতে নিজেদের আইপিএল মরশুম শুরু করে বলে সবাই জানে। মরশুমের প্রথম ম্যাচে মুম্বইয়ের রেকর্ড দেখলেও, সমর্থকদের চোখ কপালে উঠতে বাধ্য। মুম্বই ২০১২ সালের মরশুমে শেষবার নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল, তারপর নয় মরশুমে জয় অধরা।
হেড-টু-হেড রেকর্ড
গত মরশুমে দুই সাক্ষাৎকারেমুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অবশ্য ২০১৮ সাল থেকে দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে দিল্লি ও মুম্বই, দুই দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে। সুতরাং, এই ম্যাচে আগে থেকে কে এগিয়ে, কে পিছিয়ে বিচার করা একদমই বোকামি হবে।
সুপার সানডেতে দুই হেভিওয়েটের লড়াই
গত মরশুমে খেতাব জেতা তো দূর, নক আউটেও পৌঁছতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমের পর মরশুম ধরে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসা মুম্বইয়ের এই ব্যর্থতা, নিঃসন্দেহে দলের তারকাদের হতাশ করেছে। তাই নতুন মরশুমে পুনরায় নিজেদের শক্তিপ্রদর্শনে মরিয়া হবে পল্টনরা। অপরদিকে, মুম্বইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস শেষ কয়েক বছরে ভাল খেললেও, এখনও আইপিএল খেতাব অধরাই রাজোধানীর ফ্রাঞ্চাইজির কাছে। সেই লক্ষ্যে ফের একবার ঋষভ পন্তের অধীনে নামবে দিল্লি ক্যাপিটালস।
For all the latest Sports News Click Here