DC-র বিরুদ্ধে হারলে ছিটকে যাবে CSK? কেমন হবে ধোনি ও ওয়ার্নারদের সম্ভাব্য একাদশ
অন্তিম পর্বে এবারের আইপিএল। শনিবার ডবল হেডারের ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। যেখানেই খেলতে যাচ্ছে সেখানেই নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে নিচ্ছে সিএসকে। এর পিছনে অবশ্যই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মনে করা হচ্ছে এটাই তাঁর শেষ মরশুম। ফলে শেষবারের মতো ২২ গজে ক্যাপ্টেন কুলকে দেখতে মরিয়া তাঁর সমর্থকরা।
ইতিমধ্যেই ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। প্লেঅফের টিকিট কার্যত পাকা তাদের জন্য। যদিও প্রথম দল হিসাবে প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছে গুজরাট টাইটানস। মনে করা হচ্ছে দ্বিতীয় দল হিসাবে জায়গা পাকা করবে সিএসকে। ফলে দিল্লির বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে জিততে মরিয়া ধোনির দল। যদি এই ম্যাচ না জেতে সিএসকে তাহলে কিছুটা হলে চাপে পড়তে পারে চেন্নাই।
কারণ এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের একটি করে ম্যাচ রয়েছে। লখনউ ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আজ ইডেনে কেকেআরের মুখোমুখি হবে লখনউ। সেই ম্য়াচ ক্রুণাল পান্ডিয়ার দল জিতে গেলেই দ্বিতীয় স্থানে চলে যাবে লখনউ। তৃতীয় স্থানে চলে আসবে সিএসকে। এবং রবিবার মুম্বই খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাগের বিরুদ্ধে। আর আরসিবি নামবে গুজরাটের বিরুদ্ধে। যদি আরসিবি এবং মুম্বই দুই দলই জিতে যায় তাহলে এই দলের মধ্যে যার রানরেট বেশি থাকবে তারা শেষ চারে জায়গা করে নেবে। তবে এগিয়ে রয়েছে আরসিবি। এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিরাট কোহলিরা। মুম্বইয়ের থেকে রানরেটে অনেকটাই এগিয়ে রয়েছে তারা।
একাধিক অঙ্কের জটিলতায় খুব একটা গুরুত্ব দিতে চায় না চেন্নাই। নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে দিল্লিকে হারিয়ে প্লেঅফ পাকা করতে চায় তারা। এবারের আইপিএলে ছন্দহীন দিল্লির বিরুদ্ধে অনেকটাই এগিয়ে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হার স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও প্রভাব ফেলে সিএসকে দল। সেই প্রভাব যাতে এবার দিল্লি ম্যাচে না পড়ে সেই দিকে নজর দিচ্ছে চেন্নাই শিবির।
পাশাপাশি দিল্লি ক্যাপিটালসও গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে। তবে তাদের কাছে চেন্নাই ম্যাচ নিয়মরক্ষার। এই ম্যাচ জিতলেও তারা কোনও ভাবেই প্লেঅফে যেতে পারবে না। কারণ আগেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ফলে দিল্লির কাছে এই ম্যাচের খুব একটা গুরুত্ব না থাকলেও চেন্নাইয়ের কাছে বেশ গুরুত্ব রয়েছে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-
ইমপ্যাক্ট প্লেয়ার সহ দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ/মুকেশ কুমার, রিলি রসউ, ফিল সল্ট, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, যশ ধুল, কুলদীপ যাদব, এনরিখ নর্তজে, ইশান্ত শর্মা এবং খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার সহ চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়েকোয়াড, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়াডু, শিভম দুবে/মাথিশা পাথিরানা, মইন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশনা।
For all the latest Sports News Click Here