DC অধিনায়ক ওয়ার্নারকে সমর্থন করে SRH-কে লাগামছাড়া আক্রমণ কোচ ওয়াটসনের
শুভব্রত মুখার্জি: আইপিএলে দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদ ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। খেলেছেন যে শুধু তা নয় তাঁর অধিনায়কত্বে এখন পর্যন্ত ফ্রাঞ্চাইজি তাদের ইতিহাসে একমাত্র আইপিএল ট্রফিটিও জিতেছে। ২০২১ সালের আইপিএল চলাকালীন খারাপ পারফরম্যান্সের অজুহাতে ডেভিড ওয়ার্নারের থেকে প্রথমে কাড়া হয়েছিল হায়দরাবাদ দলের অধিনায়কত্ব। এরপর তাঁকে প্রথম একাদশ থেকেই বসিয়ে দেওয়া হয়। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন একদা তাঁর জাতীয় দলে সতীর্থ তথা বর্তমানে দিল্লি দলের সহকারী কোচ শেন ওয়াটসন। তাঁর স্পষ্ট বক্তব্য সানরাইজার্সের ওই সিদ্ধান্ত ছিল পাগলামোর সমান।
আরও পড়ুন… কেন কোটি টাকার গাড়ি কিনে বেচে দেন কোহলি? কারণ জানলে অবাক হবেন
পাশাপাশি শেন ওয়াটসন এটাও মনে করেন ২০২১ সালে আইপিএলের দল থেকে ডেভিড ওয়ার্নারকে বসানো এবং পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়ার হায়দরাবাদের সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। চলতি মরশুমে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে গুরুতর চোটে ছিটকে গিয়েছেন ঋষভ পন্ত। ফলে এবার দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে পারফরম্যান্সের ভিত্তিতে অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শেন ওয়াটসনের মতে, ‘ম্যান ম্যানেজার’ হিসেবেও অত্যন্ত ভালো ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন… জানেন কি ক্রিকেট খেলার জন্য বাবার থেকে বেল্ট দিয়ে মার খেতেন DC-র এই ক্রিকেটার
স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে শেন ওয়াটসন জানিয়েছেন, ‘এই বিষয়ে কোন সন্দেহ নেই যে দলের অধিনায়ক (দিল্লির অধিনায়ক) হওয়ার কারণে ওঁর মধ্যে বাড়তি তাগিদ থাকবে। তাগিদ থাকবে ভালো পারফরম্যান্স করার। তাগিদ থাকবে ভালো খেলার। যেভাবে ও এতদিন আধিপত্য রেখে আইপিএলে ভালো পারফরম্যান্স করে এসেছে তা অনবদ্য। আমার মনে হয় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিন-চারটে ম্যাচে ও ভালো পারফরম্যান্স করতে পারেননি। আর রান না করার ফলে ওঁকে বাদ পড়তে হয়। যা একেবারে পাগলামোর সমান ছিল।’ উল্লেখ্য ২০২২ সালেও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছেন ডেভিড ওয়ার্নার। করেছেন ৪৩২ রান। স্ট্রাইক রেট ছিল ১৫০ রানের বেশি। সেখানে ২০২১ সালে আট ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৯৫ রান। ফলে হায়দরাবাদ দল থেকে বাদ পড়ার পাশাপাশি চলে গিয়েছিল তাঁর অধিনায়কত্ব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here