Davis Cup: ডেনমার্কের কাছে হার, ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ২-এ নেমে গেল ভারত
ডেভিস কাপে ডেনমার্কের বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে হার ভারতের। বিশ্বের ৯ নম্বর হোগলার রুনের কাছে হারেন ভারতের য়ুকি ভামব্রি।
ভামব্রি অনেকদিন আগে থেকেই সিঙ্গলসে খেলেন না। তবুও ডেনমার্কের হোলগারের বিরুদ্ধে নামানো হয় তাঁকে। স্বাভাবিকভাবেই ম্যাচ হারেন য়ুকি ভামব্রি। তাকে দাঁড়াতেই দেননি রুনে। রুনি ৬-২, ৬-২ ব্যবধানে হারান ভামব্রিকে। প্রথম সিঙ্গলসে ভারতের হারের পর দ্বিতীয় ম্যাচে সুমিত নাগাল জয় ছিনিয়ে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান। তিনি হারান অগস্ট হোমগ্রেইনকে। প্রায় আড়াই ঘন্টার লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে জেতেন তিনি। সুমিতের লড়াইয়ের ফলেই ১-১ করে ভারত।
তবে এরপর আর দাঁড়াতেই পারেনি ভারত। সিঙ্গলস হোক বা ডাবলস, সবেতেই হারে ভারত। সিঙ্গলস ম্যাচে হারের পর রোহান বোপান্নার সঙ্গে জুটি বাঁধেন য়ুকি। বিপক্ষে ছিলেন রুনে ও জোহানেস। সেই ম্যাচে ২-৬, ৪-৬ ব্যবধানে হারেন অভিজ্ঞ বোপান্নারা।
ডাবলসের ক্লান্তি ঝেড়ে ফেলে ফের সুমিত নাগালের বিরুদ্ধে ফিরতি সিঙ্গলসে নামেন ডেনমার্কের হোলগার। এই ম্যাচে আর ভারতকে জেতাতে পারেনি ভারতের নাগাল। হোলগারের বিরুদ্ধে ৫-৭, ৩-৬ ব্যবধানে হারেন তিনি। বেস লাইন থেকে সুমিত তাঁর আগ্রাসান ধরে রাখেন। ফলে প্রথম সেটে দুটি পয়েন্ট পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি। ফলে পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়ান ডেনমার্কের রুনে। খেলা চলে ১ ঘন্টা ৩৭ মিনিট ধরে। সুমিতের হারার সঙ্গে সঙ্গে ডেভিস কাপে ভারতের আশা শেষ হয়ে যায়। এই হারের ফলে ভারত এক নম্বর গ্রুপ থেকে দু’নম্বর গ্রুপে নেমে গেল। স্বাভাবিক ভাবেই ডেভিস কাপে ভারতের বিদায়ে হতাশ প্রত্যেকে।
অন্যদিকে এলমার মুলারের মুখোমুখি হয় প্রজনেশ গুনেশ্বরণ। সেখানে প্রজনেশ জিতে নেয়। প্রথম সেটে এগিয়ে যায় প্রজনেশ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মুলার। গুনেশ্বরণ বিরুদ্ধে পারেননি তিনি। দুই সেট মিলিয়ে ফলাফল ৪-৬, ৬-৭(১)।
For all the latest Sports News Click Here