CWG 2022 Live: আজ ব্যাডমিন্টনে IND vs PAK, ক্রিকেট এবং হকিতেও যাত্রা শুরু ভারতের
পদক জয়ের লক্ষ্যে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকে মরিয়া লড়াই শুরু করবে ভারতে প্রতিযোগীরা। এ দিন ব্যাডমিন্টন এবং ক্রিকেট ছাড়াও ভারত লড়াই চালাবে হকি, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথ্লন, সাঁতার ও লন বলে। ভারতের মহিলা হকি দলের প্রথম প্রতিপক্ষ ঘানা। প্রসঙ্গত, এই বছর থেকে কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে যুক্ত করা হচ্ছে। তাই হরমনপ্রীতদের লড়াইকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা।
অজিদের মুখোমুখি হবেন হরমনরা
কমনওয়েলথে গেমসে প্রথম বার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই নিয়ে কিন্তু উত্তেজনা চরমে। আজ শুক্রবার হরমনপ্রীত কাউরের ভারত প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর সেই ম্যাচ খেলতে নামার আগে তেতে রয়েছে টিম ইন্ডিয়া।
অজিদের ম্যাচের আগে ভারতীয় দলের পরিস্থিতি কী রকম বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে: https://bangla.hindustantimes.com/sports/cwg-2022-india-faceoff-against-australia-as-new-dawn-heralds-for-women-s-cricket-31659058894324.html
ভারতের প্রথম দিনের সূচি
লন বল:-
পেয়ারস: সুনীল বাহাদুর, মৃদুল বড়গোহাঁই।
মেনস ট্রিপলস: দীনেশ কুমার, নভনীত সিং, চন্দন সিং।
ওমেনস সিঙ্গলস: নয়নমনি সাইকিয়া।
ওমেনস ফোরস: রূপা তিরকে, তানিয়া চৌধুরী, লাভলি চৌবে, পিঙ্কি/নয়নমনি সাইকিয়া।
টেবিল টেনিস:-
মেনস টিম কোয়ালিফায়ার্স: হরমিত দেশাই, সানিল শেট্টি, শরথ কমল, জি সাথিয়ান।
ওমেনস টিম কোয়ালিফায়ার্স: দিয়া চিতালে, মনিকা বাত্রা, রীথ টেনিসন, শ্রীজা আকুলা।
আরও পড়ুন:- সিন্ধু থেকে চানু- এই ১০-এর কাছে CWG 2022 থেকে সোনার প্রত্যাশা ভারতের
সাঁতার:-
৪০০ মিটার ফ্রি-স্টাইল: কুশাগ্র রাওয়াত।
১০০ মিটার ব্যাকস্ট্রোক: শ্রীহরি নটরাজ।
১০০ মিটার ব্যাকস্ট্রোক এস-৯: আশিষ কুমার।
৫০ মিটার বাটারফ্লাই: সজন প্রকাশ।
ক্রিকেট:-
গ্রুপ ম্যাচ: ভারত বনাম অস্ট্রেলিয়া।
ট্রায়াথেলন:-
মেনস: আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব।
ওমেনস: সঞ্জনা যোশী, প্রজ্ঞা মোহন।
বক্সিং:-
মেনস ৬৩.৫ কেজি: শিব থাপা।
মেনস ৬৭ কেজি: রোহিত টকাস।
মেনস ৭৫ কেজি: সুমিত কুণ্ডু।
মেনস ৮০ কেজি: আশিষ কুমার
স্কোয়াশ:-
মেনস সিঙ্গলস: সৌরভ ঘোষাল, রমিত ট্যান্ডন, অভয় সিং।
ওমেনস সিঙ্গলস: জ্যোৎস্না চিনাপ্পা, সুনয়না কুরুভিল্লা, অনাহত সিং।
ব্যাডমিন্টন:-
মিক্সড টিম (গ্রুপ স্টেজ): ভারত পাকিস্তান।
হকি:-
ওমেনস গ্রুপ স্টেজ: ভারত বনাম ঘানা।
For all the latest Sports News Click Here