CWG 2022 Day 6 Live: সেমিতে উঠতে জিততে হবে স্মৃতিদের, ষষ্ঠ দিনেও পদকের আশায় ভারত
পঞ্চম দিনে ইতিহাস তৈরি করে লন বলে সোনা জিতেছে ভারতের মহিলা দল। এ ছাড়া টেবল টেনিসে সিঙ্গাপুরকে ৩-১ হারিয়ে সোনা জেতে ভারত। ভারোত্তোলনে পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো পান বিকাশ ঠাকুর। ব্যাডমিন্টনে মালয়েশিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরে মিক্সড টিম ইভেন্টে রুপো জেতে ভারত। ষষ্ঠ দিনেও কী সাফল্যের ধারা ধরে রাখতে পারবে ভারত?
লন বল: পুরুষদের সিঙ্গলসে লড়াইয়ে মৃদুল
লন বলে পুরুষদের সিঙ্গলসে লড়াই শুরু ভারতের মৃদুল বরগোহাঁইয়ের।
ষষ্ঠ দিনের সূচি
অ্যাথলেটিক্স:
পুরুষদের হাই জাম্প ফাইনাল – তেজস্বিন শঙ্কর (রাত সাড়ে ১১টা)
মহিলাদের শট পুট ফাইনাল – মনপ্রীত কৌর (রাত ১২টা ৩৫)
বক্সিং:
মহিলাদের ৪৮ কেজি (ন্যূনতম ওজন) কোয়ার্টার ফাইনাল – নিতু ঘাঙ্গাস (বিকেল ৪টে ৪৫)
পুরুষদের ৫৭ কেজি (ফেদারওয়েট) কোয়ার্টার ফাইনাল – হুসাম উদ্দিন মহম্মদ (বিকেল ৫টা ৪৫)
মহিলাদের ৫০ কেজি (লাইটওয়েট) কোয়ার্টার ফাইনাল – নিখাত জারিন (রাত ১১টা ১৫)
মহিলাদের ৭০ কেজি (লাইট মিডলওয়েট) কোয়ার্টার ফাইনাল – লভলিনা বোরগোঁহাই (রাত ১২টা ৪৫)
পুরুষদের ৮০ কেজি (লাইট হেভিওয়েট) কোয়ার্টার ফাইনাল – আশিস কুমার (মাঝরাত ২টো)
ক্রিকেট:
মহিলাদের টি-টোয়েন্টি – ভারত বনাম বার্বাডোস (রাত সাড়ে ১০টা)
হকি:
মহিলাদের পুল এ – ভারত বনাম কানাডা (দুপুর সাড়ে তিনটে)
পুরুষদের পুল বি – ভারত বনাম কানাডা (সন্ধ্যে সাড়ে ৬টা)
জুডো: (দুপুর আড়াইটে)
মহিলাদের ৭৮ কেজি কোয়ার্টার ফাইনাল – তুলিকা মান
পুরুষদের ১০০ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬ – দীপক দেশওয়াল
লন বল:
পুরুষদের সিঙ্গলস – মৃদুল বোরগোহাঁই (দুপুর ১টা)
মহিলাদের জুটি – ভারত বনাম এনআইইউই (NIUE) (দুপুর ১টা)
পুরুষদের সিঙ্গলস – মৃদুল বোরগোহাঁই (বিকেল ৪টে)
মহিলাদের জুটি – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৪টে)
পুরুষদের চার – ভারত বনাম কুক দ্বীপপুঞ্জ (রাত সাড়ে ৭টা)
মহিলাদের ট্রিপল – ভারত বনাম এনআইইউই (NIUE) (রাত সাড়ে ৭টা)
পুরুষদের চার – ভারত বনাম ইংল্যান্ড (রাত সাড়ে ১০টা)
স্কোয়াশ:
মিক্সড ডাবল রাউন্ড অফ ৩২ – জোৎস্না/হরিন্দর বনাম শ্রীলঙ্কা (দুপুর সাড়ে তিনটে)
পুরুষদের একক ব্রোঞ্জ পদক ম্যাচ – সৌরভ ঘোষাল (রাত ৯টা)
প্যারা টেবল টেনিস:
মহিলাদের সিঙ্গল ক্লাস ৩-৫ গ্রুপ ১ – ভাবিনা হাসমুখভাই প্যাটেল (দুপুর ৩টে ১০)
মহিলাদের সিঙ্গল ক্লাস ৩-৫ গ্রুপ ২ – সোনালবেন মনুভাই প্যাটেল (দুপুর ৩টে ১০)
মহিলাদের সিঙ্গল ক্লাস ৬-১০ গ্রুপ ১ – বেবি সাহানা রবি (দুপুর ৩টে ১০)
পুরুষদের সিঙ্গল ক্লাস ৩-৫ গ্রুপ ১ – রাজ অরবিন্দন আলাগার (বিকেল ৪টে ৫৫)
মহিলাদের সিঙ্গল ক্লাস ৬-১০ গ্রুপ ১ – বেবি সাহানা রবি (রাত ৯টা ৪০)
মহিলাদেরসিঙ্গল ক্লাস ৩-৫ গ্রুপ ২ – সোনালবেন মনুভাই প্যাটেল (রাত ১০টা ১৫)
পুরুষদের সিঙ্গল ক্লাস ৩-৫ গ্রুপ ১ – রাজ অরবিন্দন আলাগার (রাত ১২টা)
ভারোত্তোলন:
পুরুষদের ১০৯ কেজি – লভপ্রীত সিং (দুপুর ২টো)
মহিলাদের ৮৭+ কেজি – পূর্ণিমা সিং (বিকেল সাড়ে ছ’টা)
পুরুষদের ১০৯+ কেজি – গুরদীপ সিং (রাত ১১টা)
For all the latest Sports News Click Here