CSK vs MI: নিজেদের নাক আগেই কেটেছে, এ বার চেন্নাইয়ের যাত্রাভঙ্গ করল মুম্বই
নিজেরা আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। এ বার চেন্নাই সুপার কিংসের যাত্রাভঙ্গ করল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার টিমের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেল চেন্নাইয়ের। সিএসকে-র ব্যাটিং বিপর্যয়েই সব স্বপ্ন শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনিদের।
এ দিন টসে জিতে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। সিএসকে-র ইনিংসের প্রথম ওভারেই দুর্ভাগ্যজনক ভাবে আউট হন ডেভন কনওয়ে। আসলে চেন্নাই সুপার কিংসের ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোলার ড্যানিয়েল স্যামস এলবিডব্লিউ-এর জন্য আবেদন জানালে আউট দিয়ে দেন ফিল্ড আম্পায়ার। আর সেই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস নিতে পারেননি কনওয়ে। যার নিটফল, আউট না হওয়া সত্ত্বেও সাজঘরে ফিরতে হয় কনওয়েকে।
কনওয়ে আউট হওয়ার পরেই যেন চেন্নাইয়ের সব কিছুই এলোমেলো হয়ে যায়। একের পর এক উইকেট হারাতে শুরু করে সিএসকে। ব্যাটিং বিপর্যের জেরে নাভিশ্বাস ওঠে চেন্নাইয়ের। প্রথম ওভারেই মইন আলিরও উইকেট হারায় তারা। দ্বিতীয় ওভারে আবার আউট হন রবিন উথাপ্পা। ডিআরএস তখনও চালু না হওয়ায় উথাপ্পা রিভিউ নিতে পারেননি। যদিও তিনি পরিষ্কার আউট ছিলেন। চেন্নাইয়ের ইনিংসে ১০ বল হয়ে যাওয়ার পরে ডিআরএস প্রযুক্তি চালু হয়। যা নিয়ে চলছে তীব্র বিতর্ক।
আরও পড়ুন: সেই MI কাঁটায় বিদ্ধ CSK, নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রান করলেন ধোনিরা
আরও পড়ুন: নয়া বিতর্ক- বিদ্যুৎ বিভ্রাটে চলল না DRS,খারাপ সিদ্ধান্তের শিকার কনওয়ে
এ দিকে পাওয়ার প্লে-তেই ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বসে থাকে চেন্নাই। ধোনির ৩৩ বলে ৩৬ রান ছাড়া, কেউ ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ডোয়েন ব্র্যাভো করেছেন ১২। যা চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অম্বাতি রাইডু এবং শিবম দুবে করেছেন ১০ করে। বাকিরা আয়ারাম গ্যায়ারাম। দুই অঙ্কের ঘরেই কেউ পৌঁছতে পারেননি। এর চেয়ে বরং অতিরিক্ত রান বেশি দিয়েছে মুম্বই। ১৫ রান রোহিতের দল অতিরিক্ত দেয়।
মুম্বইয়ের ড্যানিয়েল স্যামস ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রিলে মেরেডিথ এবং কুমার কার্তিকেয়। ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রমনদীপ সিং। একটি রান আউট হয়েছে।
৯৭ রান তাড়া করতে নেমে মুম্বই প্রথম দিকে একটু হলেও নড়বড় করছিল। ইশান কিষাণ ৬ করে আউট হওয়ার পর, ড্যানিয়েল স্যামস ১ করে সাজঘরে ফেরেন। রোহিত শর্মা ১৪ বলে ১৮ করে আউট হন। তবে দলের হাল ধরেন তিলক বর্মা। তিনি ৩২ বলে ৩৪ করে অপরাজিত থাকেন। আর টিম ডেভিডের ৭ বলে অপরাজিত ১৬ রান শেষ পাতে মিষ্টি মুখের মতোই। ৩১ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে ফেলে মুম্বই। ৫ উইকেটে চেন্নাইকে হারানোর ফলে নিজেদের মতোই ধোনির টিমের প্লে-অফে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ করে দেন রোহিতরা।
চেন্নাইয়ের মুকেশ চৌধুরি ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সিমরজিৎ সিং এবং মইন আলি।
For all the latest Sports News Click Here