CSK vs KKR: ১১ বছর পরে চিপকে ধোনিদের হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল কেকেআর
লাইভ আপডেটস
Updated: 14 May 2023, 10:28 PM IST
Abhisake Koley
Chennai Super Kings vs Kolkata Knight Riders IPL 2023 Live Score: ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যান শিবম দুবে। ২টি করে উইকেট নেন কেকেআরের বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। চেন্নাইকে তাদের ঘরের মাঠে দেড়শো টপকাতে দেয়নি নাইট রাইডার্স।
একদিকে চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খাদের কিনারায়। এই অবস্থায় চিপকে সম্মুখসমরে মহেন্দ্র সিং ধোনির সিএসকে ও নীতীশ রানার কেকেআর। কলকাতা এই ম্যাচ জিতলেও তাদের শেষ চারে যাওয়া কার্যত অসম্ভব। রানারা শুধু খাতায়-কলমে টিকে থাকবেন লড়াইয়ে। তবে হারলে দিল্লি ক্যাপিটালসের পরে দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএল থেকে বিদায় নিশ্চিত করবে কলকাতা। অন্যদিকে চেন্নাই এই ম্যাচ হারলেও তাদের শেষ চারে যাওয়া আটকাবে বলে মনে হয় না। তবে জিতলে ধোনিরা আজই প্লে-অফের টিকিট পকেটে পুরবেন। এখন দেখার যে, চিপকে শেষ হাসি হাসে কারা।
১১ বছর পরে চিপকে চেন্নাইকে হারাল কেকেআর
দীর্ঘ ১১ বছর পরে চিপকে মহেন্দ্র সিং ধোনিদের পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স।
৬ উইকেটে জয় কলকাতার
চেন্নাই সুপার কিংসের ৬ উইকেটে ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। ক্যাপ্টেন নীতীশ রানা ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। আন্দ্রে রাসেল ২ বলে ২ রান করে নট-আউট থাকেন। তুষার দেশপান্ডে ৩.৩ ওভারে ২৫ রান খরচ করেন।
রান-আউট রিঙ্কু
১৭.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। ৪৩ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। কলকাতা ১৩২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৪১ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে মাত্র ৪ রান দরকার কেকেআরের। নীতীশ রানা ৫৩ রানে ব্যাট করছেন। পথিরানা ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন।
নীতীশ রানার হাফ-সেঞ্চুরি
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নীতীশ রানা। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১৩২ রান। রিঙ্তু ৫৪ ও রানা ৫০ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২২ রান খরচ করেছেন থিকসানা।
হাফ-সেঞ্চুরি রিঙ্কুর
৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং। ১৬তম ওভারে পথিরানার বলে ১টি চার মারেন রিঙ্কু। ওভারে ৯ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ১২৬ রান। জিততে ৪ ওভারে ১৯ রান দরকার কেকেআরের। রিঙ্কু ৫১ ও রানা ৪৭ রানে ব্যাট করছেন। পথিরানা ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।
৫ ওভারে ২৮ রান দরকার কলকাতার
১৫তম ওভারে মাহিশ থিকসানার বলে ২টি চার মারেন নীতীশ রানা। ওভারে ১২ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ১১৭ রান। জিততে ৫ ওভারে ২৮ রান দরকার নাইট রাইডার্সের। রিঙ্কু ৪৬ ও রানা ৪৪ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৬ রান খরচ করেছেন থিকসানা।
১০০ টপকাল কলকাতা
১৪তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ৯ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ১০৫ রান। রিঙ্কু ৪৫ ও রানা ৩৩ রানে ব্যাট করছেন। জাদেজা ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
মইনের বলে জোড়া বাউন্ডারি রানার
১৩তম ওভারে মইন আলির বলে ২টি চার মারেন নীতীশ রানা। ওভারে ১২ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ৯৬ রান। রিঙ্কু ৩৮ ও রানা ৩১ রানে ব্যাট করছেন। মইন ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন।
জাদেজাকে ছক্কা হাঁকালেন রিঙ্কু
১২তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ৯ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ৮৪ রান। রিঙ্কু ৩৭ ও রানা ২১ রানে ব্যাট করছেন।
জীবনদান পেলেন নীতীশ
১০.২ ওভারে মইন আলির বলে নীতীশ রানার ক্যাচ ছাড়েন মাথিসা পথিরানা। রানা তখন ১৮ রানে ব্যাট করছিলেন। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৭৫ রান। রিঙ্কু ২৯ ও নীতীশ ২০ রানে ব্যাট করছেন। মইন ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।
১০ ওভারে ৭৮ রান দরকার কলকাতার
দশম ওভারে মাথিসা পথিরানার বলে ৫ রান সংগ্রহ করে কলকাতা। অর্ধেক ইনিংস শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৬৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭৮ রান দরকার কেকেআরের। ২৭ রানে ব্যাট করছেন রিঙ্কু। ১৪ রানে ব্যাট করছেন নীতীশ।
মইনের ওভারে জোড়া বাউন্ডারি রিঙ্কুর
নবম ওভারে মইন আলির বলে ২টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ৯ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৬২ রান। ১৭ বলে ২৪ রান করেছেন রিঙ্কু। মইন ২ ওভারে ১২ রান খরচ করেছেন।
৫০ টপকাল কেকেআর
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় কলকাতা নাইট রাইডার্স। মাহিশ থিকসানার ওভারে ৪ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৫৩ রান। রিঙ্কু ১৫ ও রানা ১৩ রানে ব্যাট করছেন।
মইনের ওভারে ৩ রান
সপ্তম ওভারে বল করতে আসেন মইন আলি। তিনি মাত্র ৩ রান খরচ করেন। ৭ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৪৯ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৪৬ রান। রিঙ্কু ১২ রানে ব্যাট করছেন। ৯ রান করেছেন নীতীশ রানা। তুষার ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন।
দীপকের তৃতীয় শিকার জেসন
পঞ্চম ওভারে দীপক চাহারের প্রথম বলে ছক্কা মারেন নীতীশ রানা। ৪.৩ ওভারে দীপকের বলে ইমপ্যাক্ট প্লেয়ার মাথিসা পথিরানার হাতে ধরা পড়েন জেসন রয়। ১৫ বলে ১২ রান করেন জেসন। মারেন ১টি চার। কলকাতা ৩৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। নীতীশ ৮ রানে ব্যাট করছেন। দীপক ৩ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
তুষারের ওভারে ৪ রান
চতুর্থ ওভারে মাত্র ৪ রান খরচ করেন তুষার দেশপান্ডে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৬ রান। ১২ রানে ব্যাট করছেন জেসন রয়। ২ ওভারে ১১ রান খরচ করেছেন দেশপান্ডে।
দীপকের দ্বিতীয় শিকার বেঙ্কটেশ
২.৫ ওভারে দীপক চাহারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৪ বলে ৯ রান করেন তিনি। মারেন ২টি চার। কলকাতা ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতীশ রানা। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ২২ রান। ৯ রানে ব্যাট করছেন জেসন। দীপক চাহার ২ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
তুষারের ওভারে ৭ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। ১টি চার মারেন জেসন রয়। ওভারে ৭ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ১১ রান। ৮ রানে ব্যাট করছেন জেসন।
প্রথম ওভারেই আউট গুরবাজ
জেসন রয়কে সঙ্গে নিয়ে কেকেআরের হয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন জেসন রয়। ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে তুষার দেশপান্ডের হাতে ধরা পড়ে যান রহমানউল্লাহ। ৪ বলে ১ রান করেন গুরবাজ। কলকাতা ৪ রানে ১ উইকেট হারায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার।
১৫০ টপকাতে পারল না চেন্নাই
নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে। ১৯.৫ ওভারে বৈভব আরোরা ধোনির স্টাম্প ছিটকে দিলেও ফ্রি-হিট হওয়ায় বেঁচে যান চেন্নাই দলনায়ক। তিনি ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন। বৈভব ৪ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য কলকাতার দরকার ১৪৫ রান।
রবীন্দ্র জাদেজা আউট
১৯.৪ ওভারে বৈভব আরোরার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ২৪ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। ১৪০ রানে ৬ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি।
শার্দুলের ওভারে ৫ রান
১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন শার্দুল ঠাকুর। চেন্নাই সুপার কিংসের স্কোর ৫ উইকেটে ১৩৫ রান। শিবম দুবে ৪৫ রানে ব্যাট করছেন। ১৮ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ৩ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
বরুণের ওভারে ১৫ রান
১৮তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ১৫ রান ওঠে। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৩০ রান। ৪৩ রানে ব্যাট করছেন দুবে। জাদেজা করেছেন ১৬ রান। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী।
১০০ টপকাল চেন্নাই
১৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় চেন্নাই সুপার কিংস। সুয়াশ শর্মার বলে ১টি করে ছক্কা মারেন জাদেজা ও দুবে। ওভারে ১৬ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১১৫ রান। দুবে ৩২ ও জাদেজা ১৪ রানে ব্যাট করছেন। সুয়াশ ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।
শার্দুলের ওভারে ৭ রান
১৬তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি চার মারেন শিবম দুবে। ওভারে ৭ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৯৯ রান। দুবে ২৪ রানে ব্যাট করছেন। শার্দুল ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
বরুণের ওভারে ৫ রান
১৫তম ওভারে বরুণ চক্রবর্তী মাত্র ৫ রান খরচ করেন। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৯২ রান। ১৮ রানে ব্যাট করছেন শিবম। বরুণ ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
সুয়াশের ওভারে ৪ রান
১৪তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন সুয়াশ শর্মা। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৮৭ রান। ১৫ রানে ব্যাট করছেন শিবম দুবে। ৪ রান করেছেন জাদেজা। সুয়াশ ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
নারিনের বোলিং কোটা শেষ
১৩তম ওভারে মাত্র ২ রান খরচ করেন সুনীল নারিন। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৮৩ রান। নারিন ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
সুয়াশকে ছক্কা হাঁকালেন দুবে
১২তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ৯ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৮১ রান। দুবে ১২ রানে ব্যাট করছেন।
মইনকে ফেরালেন নারিন
একই ওভারে ২টি উইকেট নিলেন সুনীল নারিন। ১০.৬ ওভারে নারিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মইন আলি। ২ বলে ১ রান করেন মইন। চেন্নাই ৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। নারিন ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
আম্বাতি রায়াড়ু আউট
১০.১ ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়াড়ু। ৭ বলে ৪ রান করেন তিনি। ৬৮ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন মইন আলি। নারিন শেষ ৯টি ম্যাচে মাত্র ১টি উইকেট নিয়েছিলেন। অবশেষে তাঁর উইকেট খরা কাটল।
ডেভন কনওয়ে আউট
দশম ওভারে প্রথমবার বল করতে আসেন শার্দুল ঠাকুর। তিনি নিজের প্রথম ওভারেই আউট করেন ডেভন কনওয়েকে। ৯.৩ ওভারে শার্দুলের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ডেভন। ২৮ বলে ৩০ রান করেন তিনি। মারেন ৩টি চার। চেন্নাই ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১০ ওভার শেষে সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ৬৮ রান।
নারিনের ওভারে ৪ রান
নবম ওভারে সুনীল নারিন ৪ রান খরচ করেন। ৯ ওভার শেষে চেন্নাইয়েপ স্কোর ২ উইকেটে ৬৫ রান। ৩০ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। ২ রান করেছেন আম্বাতি। নারিন ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
অজিঙ্কা রাহানে আউট
৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ডেভন কনওয়েকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। যদিও কনওয়ে রিভিউ নিয়ে বেঁচে যান। ৭.৬ ওভারে বরুণের বলে জেসন রয়ের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১১ বলে ১৬ রান করেন রাহানে। মারেন ১টি চার ও ১টি ছক্কা। চেন্নাই ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। বরুণ ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
নারিনের ওভারে ৫ রান
সপ্তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে চেন্নাই। ৭ ওভার শেষে সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৫৭ রান। কনওয়ে ২৫ ও রাহানে ১৫ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল চেন্নাই
ষষ্ঠ ওভারে বৈভব আরোরা ৪ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৫২ রান। কনওয়ে ২৩ ও রাহানে ১২ রানে ব্যাট করছেন। বৈভব ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।
হর্ষিতের ওভারে চার-ছক্কা রাহানের
পঞ্চম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন অজিঙ্কা রাহানে। ওভারে ১১ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪৮ রান। কনওয়ে ২০ ও রাহানে ১১ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৯ রান খরচ করেছেন হর্ষিত।
রুতুরাজকে ফেরালেন বরুণ
৩.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বৈভব আরোরার হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার। চেন্নাই ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৩৭ রান। ১৯ রানে ব্যাট করছেন কনওয়ে। নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নেন বরুণ।
বৈভবের ওভারে ৮ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর ওভারে ১টি চার মারেন কনওয়ে। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৫ রান। রুতুরাজ ১১ ও কনওয়ে ১৫ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৭ রান খরচ করেছেন বৈভব।
হর্ষিতের ওভারে ৮ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারে ১টি চার মারেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ওভারে ৮ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
ম্য়াচ শুরু
ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বৈভব আরোরা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রুতুরাজ। চতুর্থ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৯ রান সংগ্রহ করে চেন্নাই।
দু’দলের পরিবর্ত ক্রিকেটার
চেন্নাই- মাথিসা পথিরানা, নিশান্ত সিন্ধু, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও আকাশ সিং।
কলকাতা- বেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, নারায়ন জগদীশান, উমেশ যাদব ও লকি ফার্গুসন।
কলকাতার প্রথম একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), জেসন রয়, নীতীশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব আরোরা, হর্ষিত রানা, সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী।
চেন্নাইয়ের প্রথম একাদশ
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়াড়ু, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকসানা ও তুষার দেশপান্ডে।
টস জতলেন ধোনি
চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে টস হেরে রান তাড়া করবে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এই ম্যাচে অনুকূল রায়কে বসিয়ে বৈভব আরোরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। সুতরাং, ইডেনে রাজস্থানের বিরুদ্ধে বাড়তি স্পিনার খেলানোর ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা বদল করে নাইট রাইডার্স।
প্রথম লেগের ফলাফল
ইডেনে প্রথম লেগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাট করে সিএসকে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ডেভন কনওয়ে ৫৬, অজিঙ্কা রাহানে অপরাজিত ৭১ ও শিবম দুবে ৫০ রান করেন। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ৮ উইকেটে ১৮৬ রানে আটকে যায়। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫৩ রান করেন। ম্যাচের সেরা হন রাহানে।
জিতলেই প্লে-অফে ধোনিরা এবং কলকাতার ছুটি
চিপকে কলকাতা নাইট রাইডার্সকে হারালেই প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলবে চেন্নাই সুপার কিংস। তারা ১৭ পয়েন্টে পৌঁছলে গুজরাট, মুম্বই ও লখনউ ছাড়া তাদের ছোঁয়ার সুযোগ থাকবে না আর কোনও দলের কাছে। অন্যদিকে কলকাতা এমনিতেই বিদায়ের প্রহর গুনছে। এই ম্যাচ হারলে তাদের ছুঁটির আবেদন মঞ্জুর হয়ে যাবে।
For all the latest Sports News Click Here