CSK vs GT: কে বলেছে প্রতিপক্ষ, ধোনি যে মনের মানুষ হার্দিকের, ছবিতেই দিলেন প্রমাণ
গুজরাট টাইটানস এখন দুরন্ত ছন্দে। ৫ ম্যাচের মধ্যে তারা চারটিতেই জিতেছে। ১টি ম্যাচ হেরেছে। ছয় নম্বর ম্যাচ খেলতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ রবিবার মাঠে নামছে হার্দিক ব্রিগেড।
এ দিকে চেন্নাই সুপার কিংসের দশা এ বার শোচনীয়। ৫ ম্যাচ খেলে চারটিতেই তারা হেরে বসে রয়েছে। টাইটানসের বিরুদ্ধে সিএসকে আজ জিততে মরিয়া থাকবে। কারণ শেষ ম্যাচের জয়ের ধারাটা তারা ভাঙতে রাজি নয়।
তবে ২২ গজে যতই দলীয় রেষারেষি থাকুক, মাঠের বাইরে প্লেয়ারদের মধ্যে সম্পর্কটা গভীর। এই যেমন সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামার আগে গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ধোনির সঙ্গে নিজের দু’টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাই মেন ম্যান’। অর্থাৎ ‘আমার আসল মানুষ’। মানে মনের মানুষ। এই পোস্ট থেকেই পরিষ্কার ধোনির প্রতি তাঁর মনের টান কতটা! খেলতে নামার আগে ধোনির সঙ্গে স্টেডিয়ামে দেখা হতেই ছবি তুলে নিজের ভালোবাসা জানাতে ভোলেননি হার্দিক।
রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে লিগ তালিকার এক নম্বর দলের মুখোমুখি হবে নয় নম্বর দল। তবে এই লড়াইটা দুই দলের কাছে সহজ হবে না, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা ধোনিরা আইপিএলের ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন। উল্টোদিকে দুরন্ত ছন্দে থাকা গুজরাট টাইটানসের অধিনায়কের এটা নিজেকে প্রমাণ করার মঞ্চ। আইপিএলে টাইটানসের প্রতিটা ম্যাচেই তাই নিজের ছাপ রেখে যাচ্ছেন হার্দিক। দেখার আজ জয় কার হয়- হার্দিকের, না তাঁর মনের মানুষের!
For all the latest Sports News Click Here