CSK-র জার্সিতে আরও ১০ বছর, IPL নিলামের আগে ‘ঘোষণা’ জাদেজার
১০ বছর আগে চেন্নাই সুপার কিংসে প্রথমবার যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আরও দশ বছর চেন্নাইয়েই কাটাবেন তিনি, আইপিএল নিলামের আগে এমনই ভবিষ্যদ্বাণী টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারের। নিতান্ত মজার ছলে হলেও এভাবেই নিজের ইচ্ছা প্রকাশ করলেন জাদেজা।
আসলে তাঁকে নিয়ে সোশ্যল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের একটি পোস্টের প্রতিক্রিয়ায় জাদেজা এমন ঘোষণা করেন। সিএসকের হলুদ জার্সিতে জাদেজার প্রথম মরশুমের একটি ছবি ও গত মরশুমের আরও একটি ছবির কোলাজ বানিয়ে চেন্নাই সুপার কিংস পোস্ট করে টুইটারে। সঙ্গে লেখে, ‘সুপার জাড্ডুর ১০ বছর।’
জাদেজা এই টুইটের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘আরও ১০ বছর কাটবে।’ তারকা অল-রাউন্ডার ২০০৮-এর উদ্বোধনী মরশুম থেকেই আইপিএল খেলছেন। প্রথম বছরে খেতাবজয়ী রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন তিনি। চুক্তিতে অনিয়মের জন্য ২০১০ সালে তিনি মাঠে নামতে পারেননি। ২০১১ সালে জাদেজা কোচি টাস্টার্স কেরালায় যোগ দেন। ২০১২ সালে চেন্নাই দলে নেয় জাদেজাকে। মাঝে চেন্নাইয়ের নির্বাসনের দু’বছর ছাড়া সেই থেকে তিনি সিএসকের হয়েই মাঠে নামেন।
২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকার সময় জাদেজা গুজরাত লায়ন্সের হয়ে মাঠে নামেন। ২০১৮ সালে তিনি পুনরায় ফিরে আসেন সিএসকের আঙিনায়। এবছর ধোনিরও আগে চেন্নাই প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখে জাদেজাকে।
সব মিলিয়ে ২০০টি আইপিএল ম্যাচে জাদেজা ২৩৮৬ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ১২৭টি। চেন্নাই সুপার কিংসের হয়ে জাদেজা ৮৮ ইনিংসে ১৩২৪ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ১০০টি।
For all the latest Sports News Click Here