CSK তে ধোনির ভবিষ্যৎ কী? কী করবেন মাহি? প্রকাশ করলেন শ্রীনিবাসন
পরের বছরেই আইপিএল-এর মেগা নিলাম। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি অধিকাংশ তারকাকেই ছেড়ে দেবে। চেন্নাই-ও নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪জনকে রিটেন করতে পারবে। এবার নিলামে কোনও আরটিএম কার্ডও থাকবে না। এমন অবস্থায় ধোনিকে নিয়ে কী করবে চেন্নাইয়ে কর্তারা? তিন বছরের ট্রফি খরা কাটিয়ে আইপিএলে ফের একবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। সকলেই জানেন এই সবটাই হয়েছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে।
কোনও সন্দেহ নেই, ধোনি সিএসকের রিটেন করা ক্রিকেটারদের মধ্যে প্রথমস্থানে মাহিরই থাকার কথা। তবে জানা যাচ্ছে, অর্থ খরচ করে ধোনিকে সিএসকে রাখুক। এটা ধোনি নিজেই চাইছেন না। এডিটরজি-কে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাইয়ের কর্ণধার এন শ্রীনিবাসন জানিয়ে দিয়েছেন, মেগা অকশনের আগে দল তাঁকে নিলাম করুক, চাইছেন না চেন্নাই। শ্রীনিবাসন বলেছেন, ‘ধোনি একজন সাধাসিধে মানুষ। ওর পিছনে অর্থ খরচ করে দল ওঁকে ধরে রাখুক, এটা ধোনি চাইছে না। এই কারণেই ও একাধিক জনকে এই বিষয়ে আলাদা আলাদা রিপ্লাই দিয়েছে।’
চার জন ক্রিকেটারকে ধরে রাখার ক্ষেত্রে প্রথম পছন্দের ক্রিকেটারের ক্ষেত্রে সংশ্লিস্ট ফ্র্যাঞ্চাইজিকে ১৬ কোটি টাকা খরচ করতে হবে। তিন জনের ক্ষেত্রে ফার্স্ট রিটেন করা তারকাকে দিতে হবে ১৫ কোটি। ১-২ জনকে রিটেন করলে সংশ্লিস্ট ফ্র্যাঞ্চাইজিকে ১৪ কোটি খরচ করতে হবে। সিএসকে ৩-৪ জনকে রিটেন করতে চাইছে। সেক্ষেত্রে প্রথম পছন্দের প্লেয়ার হলে ধোনির জন্য সিএসকেকে ১৬ কোটি খরচ হবে। ঘটনা হল, ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দের বাছাই হিসাবে থাকার ইচ্ছাপ্রকাশ না করলেও ধোনি সামনের বছরে আইপিএলে খেলতে ইচ্ছুক। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। হঠাৎ করে ধোনি অবসর নিলেও, সিএসকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই যুক্ত থাকবেন তিনি।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল, কোনও ক্রিকেটারকে রেখে দেওয়ার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ধোনিই। কিন্তু ধোনির গলায় অন্য সুর। আসলে ক্যাপ্টেন কুল নাকি জানিয়েছেন, তাঁকে রিটেন করতে দলের মোটা অঙ্কের খরচ হবে। তেমনটা হোক তিনি চান না। শ্রীনিবাসন জানান, ‘ক্রিকেটার রেখে দেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের কিছু নির্দিষ্ট পলিসি রয়েছে। আর ধোনি চান না তাঁকে রাখার জন্য দলের এত অর্থ খরচ হোক।’
For all the latest Sports News Click Here