CSK-এর এমন সিদ্ধান্তে অবাক RCB-র অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি
এই মুহূর্তে টানা তিন ম্যাচ হেরে কিছুটা সমস্যায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন অবস্থায় বুধবার ২০২২ আইপিএল-এর ৫০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবেন ফ্যাফ ডু’প্লেসিরা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে দ্বিতীয় সাক্ষাতে ঘুরে দাঁড়াতে চায় ফ্যাফ ডু’প্লেসিরা। তবে মাঠে নামার আগে ধোনির নেতৃত্বে ফেরা নিয়ে মুখ খুললেনRCB-র ফ্যাফ ডু’প্লেসি।
ফ্যাফ ডু’প্লেসি বহু বছর ধরে চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন। এ বারে প্রথমRCB-র দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে বুধবার নিজের পুরানো দলের পুরানো নেতার বিরুদ্ধেই টস করতে নামবেন ফ্যাফ। তবে চেন্নাইয়ের নেতৃত্ব হস্তান্তর নিয়ে যা হল তা দেখে অবাক ফ্যাফ ডু’প্লেসি। তিনি বলেন,‘মরশুমের মাঝপথে এ রকম ঘটনা হওয়ায় আমি অবাক। মরশুম শুরুর আগে যেটা হয়েছিল সেটা নিয়েও অবাক। মনে হচ্ছে একটা ঘটনা আর একটাকে ছাপিয়ে গিয়েছে।’
তবে ধোনি নেতৃত্বে ফিরে আসায় এ দিন যে ম্যাচ জয়ের লড়াইটা আরও কঠিন হবে, তা মেনে নিচ্ছেন ডু’প্লেসি। তিনি বলেছেন,‘লড়াই যে কঠিন হল তা নিয়ে সন্দেহ নেই। ধোনি অধিনায়ক থাকলে নিজের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে জানেন। চেন্নাইয়ের সাফল্যের এটাই অন্যতম কারণ। আমাদের কাছে লড়াই বেশ কঠিন।’ তবে ম্যাচে হাল ছাড়তে নারাজ ফ্যাফ। তিনি বলেছেন,‘গত ম্যাচে হারলেও এখন আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা ওদের শক্তি জানি। সেই অনুযায়ীই খেলব।’
For all the latest Sports News Click Here