CSK অধিনায়ক হিসেবে ধোনির ২০০তম ম্যাচ জিতে,ক্যাপ্টেন কুলকে উপহার দিতে চান জাড্ডু
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ম্যাচে জিতেই ‘ক্যাপ্টেন কুলকে’ বিশেষ উপহার দিতে চান ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সিএসকের হয়ে ওই স্পেশ্যাল ম্যাচটি জিতে ধোনির ক্যারিয়ারের অন্যতম মাইলফলককে স্মরণীয় করে রাখতে চান সমর্থকদের আদরের জাড্ডু। সিএসকের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যখন টস করতে নামবেন ধোনি, তখনই তিনি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ২০০টি আইপিএল ম্যাচ খেলার নজির গড়বেন।
আরও পড়ুন: ফের নাটকীয় শেষ ওভার, প্রথম জয় মুম্বইয়ের, টানা চার ম্যাচে দিল্লির
রবীন্দ্র জাদেজা চাইছেন, এই ম্যাচে টস করতে যাওয়ার সময়ে মাহির মুখে যে হাসিটা লেগে থাকবে, তা যেন ম্যাচ শেষেও বহাল থাকে। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে জাদেজা বলেছেন, ‘ধোনির বিষয়ে আলাদা করে আমি আর কী বলব। ধোনি শুধু সিএসকের নয়, ও ভারতীয় ক্রিকেটেরও কিংবদন্তি। আমি শুধু ধোনিকে শুভেচ্ছা জানাব। আশা করি, বুধবারের ম্যাচটা আমরা জিততে পারব। আমরা ম্যাচ জিতে সেটাই ধোনিকে উপহার হিসেবে দিতে চাই। ফ্র্যাঞ্চাইজি টিমের অধিনায়ক হিসেবে ওর ২০০তম ম্যাচে। আশা করব, আমরা মোমেন্টাম ধরে রাখতে পারব। শেষ দুই ম্যাচে আমরা যে ভাবে খেলেছি, সেই ধারাটা আমরা বজায় রাখতে চাই।’
আরও পড়ুন: দল হারলে কী হবে,LSG-এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে T20-তে বড় রেকর্ড গড়লেন কোহলির
সিএসকে এবং রাজস্থান রয়্যালস দুই দলেই যথেষ্ট ভালো স্পিনাররা রয়েছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে জাদেজা দাবি করেন, ব্যাটারদের নিজেদেরকে উইকেটে ‘অ্যাপ্লাই’ করে খেলতে হবে। জাদেজা বলেছেন, ‘হ্যা আপনারা এটা বলতেই পারেন (দুই দলের স্পিন বোলিং বিভাগ খুব শক্তিশালী প্রসঙ্গে)। আপনি যখন চেন্নাইতে খেলতে আসছেন, তখন এমন একটা আশা সব সময়ে থাকে যে, স্পিনাররাই আপনাকে ম্যাচটা উতরে দেবে। ওদেরও (রাজস্থান রয়্যালসের) বেশ ভালো স্পিনার রয়েছে। আমাদেরও বেশ ভালো স্পিনার রয়েছে। ফলে বেশ ভালো জমজমাট একটা লড়াই হতে চলেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদেরকে নিজেদেরকে অ্যাপ্লাই করে খেলতে হবে। জায়গা বেছে নিতে হবে, যেখানে আমরা বাউন্ডারি মারতে পারি। যদিও কাজটা যে খুব চ্যালেঞ্জিং হবে, এই বিষয়ে সন্দেহ নেই। ব্যাটার হিসেবে কাজটা সহজ হবে না। তাদেরকে সঠিক ফাঁকা জায়গা খুঁজে বের করে রান করতেই হবে। এখনকার দিনে স্কোরবোর্ডে আর কোনও রান নিরাপদ নয়। কারণ দ্বিতীয় ব্যাটিং করে ২১২ রান তাড়া করে ফেলছে। আমাদেরকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে। পরিবেশ, পরিস্থিতি ভালো করে বুঝতে হবে।’
For all the latest Sports News Click Here