Croatia vs Brazil Live: ৯০ মিনিটেও গোলের দেখা নেই, ৪ মিনিটের অতিরিক্ত সময়
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার ক্রোয়েশিয়ার চ্যালেঞ্জ।
দুরন্ত লিভাকোভিচ
একের পর এক সেভ করছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কখনও পাকেটা, কখনও নেইমার, সব সময়ে দারুণ সেভ করছেন লিভাকোভিচ।
৬৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৬৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল। কোনও দলই এখনও গোলের করতে পারেনি।
৫৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৫৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের করতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, এখনও গোল করতে পারেনি কোনও দল। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে যায়।
৩৮ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৩৮ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল।
ইভান পেরিসিচের মিসসস
ম্যাচের ১৩ মিনিটে দারুণ আক্রম করল ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচ গোলের মুখ খুলে ফেলেছিল। কিন্তু একটু ভুলের জন্য সফল হল না ক্রোয়েশিয়া।
১০ মিনিটে: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
১০ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারেনি। সেভাবে গোলের কাছে পৌঁছাতে পারেনি কোনও দল।
ইউরোপের দলগুলোর বিরুদ্ধে ব্রাজিলের খারাপ রেকর্ড
২০০২ সালের ফাইনালে জার্মানিকে পরাজিত করার পর থেকে নকআউট ম্যাচে ইউরোপীয় দলের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড খারাপ ছিল। ফ্রান্স ২০০৬ সালে, নেদারল্যান্ডস ২০১০ সালে, জার্মানি ২০১৪ সালে এবং বেলজিয়াম ২০১৮ সালে ছিটকে যায়। এর মধ্যে তিনবার তিনি কোয়ার্টার ফাইনালে (২০০৬, ২০১০, এবং ২০১৮) বাদ পড়েছিল। ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানি তাদের পরাজিত করেছিল।
সকলকে স্বাগত জানাই
হ্যালো, আপনাদের HT বাংলার লাইভ ব্লগে স্বাগত জানাই। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়ার চ্যালেঞ্জ। গতবার ফাইনালে হেরেছিল ক্রোয়েশিয়ার দল। একই সময়ে, ২০১৪ সাল থেকে ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারেনি। তারা শেষবার ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে হেরেছিল।
For all the latest Sports News Click Here