CPL-র বার্বাডোজ রয়্যালসে যোগ পাকিস্তানি তারকার, বিনিয়োগ আছে ভারতের RR-র
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট বলা ভালো পাকিস্তানের মহিলা ক্রিকেটে নয়া নজির স্থাপন করলেন পেসার ফাতিমা সানা। প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার হিসেবে বিদেশের কোনও লিগে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হলেন তিনি। মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ-সহ আরও একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার বিষয়ে ফাতিমা সানা চুক্তিবদ্ধ হলেন। সিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি বার্বাডোজ রয়্যালসের হয়ে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণী পেসার।
আরও পড়ুন: ক্যাচ ফেলতে তুমুল বকুনি কপিলের, মাঠে কেঁদে ফেলেন কুম্বলে, রহস্য ফাঁস বেদির
২০ বছর বয়সি ফাতিমা প্রথম মহিলা পাকিস্তানি ক্রিকেটার যিনি বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে দেশকে প্রতিনিধিত্ব করবেন। তার আগে এই সুযোগ পাননি কোন মহিলা পাক ক্রিকেটার। ফলে সেইদিক থেকে দেখলে ফাতিমার মুকুটে যুক্ত হল নয়া ‘পালক’। নয়া নজির গড়লেন তিনি। উল্লেখ্য দেশের হয়ে ফাতিমা ইতিমধ্যেই ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। যার মধ্যে রয়েছে ২৫টি ওয়ানডে ম্যাচ এবং ১৫টি টি-২০ ম্যাচ।
প্রসঙ্গত ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফেও ফাতিমার সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য বার্বাডোজে হেইলি ম্যাথুজের অধিনায়কত্বে খেলবেন ফাতিমা। ফাতিমা প্রথমে খেলবেন ‘দি-৬০’তে। এটি ৬০ বলের একটি টুর্নামেন্ট। যা পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই খেলা হবে। ২৪-২৮ অগস্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে খেলবেন তিনি। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে যা ৩১ অগস্ট থেকে শুরু করে চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
For all the latest Sports News Click Here