CPL: প্রকাশ পেল আসন্ন মরশুমে পুরুষ-মহিলা সিপিএলের ক্রীড়াসূচি
শুভব্রত মুখার্জি: ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) পুরুষ বিভাগের টুর্নামেন্টের আয়োজন করা হয় বেশ কয়েক মরশুম ধরেই। সারা বিশ্বের যত ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ হয় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় লিগ এই সিপিএল। উল্লেখ্য বেশ কয়েক দিন আগেই জানানো হয়েছিল এই লিগের আসন্ন মরশুম থেকেই শুরু হবে মহিলা বিভাগ। সেই উদ্দেশ্যে মহিলা সিপিএলের দলও ঘোষণা করেছে ত্রিনবাগো নাইট রাইডার্সের মতন দল। এবার সিপিএলের আসন্ন মরশুমের পুরুষ ও মহিলা উভয় বিভাগের ক্রীড়াসূচি ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্যায় এবং নক আউটের খেলা হবে চার জায়গায়। এগুলি ভেন্যুগুলো হল: সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। আর ফাইনাল ম্যাচটি খেলা হবে গায়ানাতে। প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স ওমেন এবং বার্বাডোস রয়্যালস ওমেন। পরবর্তীতে সেই দিনেই পুরুষ বিভাগে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং জামাইকা তালাওয়াস। আসুন একনজরে দেখে নেওয়া যাক সিপিএলের পুরুষ ও মহিলা বিভাগের ক্রীড়াসূচি:
∆ ৩১ অগস্ট:
মহিলা:
সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ত্রিনবাগো নাইট রাইডার্স ওমেন বনাম বার্বাডোস রয়্যালস ওমেন
পুরুষ:
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং জামাইকা তালাওয়াস
∆ ১ সেপ্টেম্বর:
পুরুষ:
সেন্ট লুসিয়া কিংস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম বার্বাডোস রয়্যালস।
মহিলা:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স
∆ ৩ সেপ্টেম্বর:
পুরুষ:
জামাইকা তালাওয়াস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স
মহিলা:
বার্বাডোস রয়্যালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
∆ ৪ সেপ্টেম্বর:
পুরুষ:
বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট লুসিয়া কিংস।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
মহিলা:
ফাইনাল
* এবার শুধুমাত্র পুরুষ বিভাগের ক্রীড়াসূচি:
∆ ৭ সেপ্টেম্বর:
বার্বাডোস রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স।
সেন্ট লুসিয়া কিংস বনাম জামাইকা তালাওয়াস।
∆ ৮ সেপ্টেম্বর
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
সেন্ট লুসিয়া কিংস বনাম বার্বাডোস রয়্যালস
∆ ১০ সেপ্টেম্বর:
জামাইকা তালাওয়াস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
∆ ১১ সেপ্টেম্বর:
জামাইকা তালাওয়াস বনাম বার্বাডোস রয়্যালস।
সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
∆ ১৩ সেপ্টেম্বর:
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস
∆ ১৪ সেপ্টেম্বর:
জামাইকা তালাওয়াস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
∆ ১৫ সেপ্টেম্বর:
বার্বাডোস রয়্যালস বনাম জামাইকা তালাওয়াস
∆ ১৭ সেপ্টেম্বর:
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া কিংস।
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম জামাইকা তালাওয়াস।
∆ ১৮ সেপ্টেম্বর:
বার্বাডোস রয়্যালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস।
∆ ২১ সেপ্টেম্বর:
বার্বাডোস রয়্যালস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম জামাইকা তালাওয়াস
∆ ২২ শে সেপ্টেম্বর:
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস
∆ ২৪ সেপ্টেম্বর:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স
∆ ২৫ সেপ্টেম্বর:
জামাইকা তালাওয়াস বনাম সেন্ট লুসিয়া কিংস
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস
∆ ২৭ সেপ্টেম্বর:
কোয়ালিফায়ার ১:
১ম স্থানাধিকারী বনাম ২য় স্থানাধিকারী
এলিমিনেটর ১:
৩য় বনাম ৪র্থ স্থানাধিকারী।
∆ ২৮ সেপ্টেম্বর:
কোয়ালিফায়ার ২:
এলিমিনেটরে জয়ী বনাম কোয়ালিফায়ার ১’র বিজয়ী।
∆ ৩০ সেপ্টেম্বর:
ফাইনাল: কোয়ালাফায়ার ১ এবং ২’র বিজয়ী।
For all the latest Sports News Click Here