Champions League: বেনজেমার হ্যাটট্রিক, রিয়াল ঝড়ে উড়ে গেল চেলসি
শুভব্রত মুখার্জি: ঠিক এক বছর আগে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা মঞ্চ থেকে হেরে বিদায় নেওয়ার যন্ত্রণা মেটানোর পাশাপাশি বর্তমানের সব সমালোচনার জবাব দিল রিয়াল মাদ্রিদ। দারুণ দু’টি গোল করার পাশাপাশি নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলেন ফরাসি তারকা করিম বেনজেমা। চেলসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে কার্যত এক পা এগিয়ে রাখল রিয়াল মাদ্রিদ।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে বড় জয় পেল কার্লো আনচেলত্তির দল। বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই একটি শোধ করেছিলেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করে রিয়াল অধিনায়ক ম্যাচে দলের জয় সুনিশ্চিত করেন। উল্লেখ্য গতবারের আসরে শেষ চারে দেখা হয়েছিল এই দুই দলের। সেবার ঘরের মাঠে ১-১ ড্রয়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। পরে ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। তবে এবার সেমিফাইনালে যাওয়াটাই অনিশ্চিত হয়ে গেল টমাস টুখেলের দলের।
দুরন্ত ফর্মে থাকা বেনজেমা এক মাসের মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিলেন বেনজেমা। ২১তম মিনিটে পরাস্ত হয় চেলসির রক্ষণ। বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকেই ক্রস বাড়ান ভিনিসিয়াস এবং তা থেকেই হেডে দলকে জয় এনে দেন বেনজেমা। প্রথম গোদের কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে চেলসি। ডান দিক দিয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান লুকা মদ্রিচ, দুই ডিফেন্ডারের মাঝে ঠান্ডা মাথায় হেড করে গোল করে যান বেনজেমা। ৪০তম মিনিটে জর্জিনহোর ক্রসে বল বক্সে পেয়ে জোরাল হেডে ব্যবধান কমান হাভার্টজ। বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে কার্যত বিনা বাধায় দলের হয়ে তৃতীয় গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বেনজেমা।
For all the latest Sports News Click Here