Champions League-এ বায়ার্ন ম্যাচের আগে বড় ধাক্কা খেল পিএসজি, ছিটকে গেলেন এমবাপে
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেল পিএসজি। চোটের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কিলিয়ন এমবাপে। জানা গিয়েছে, তাঁর উরুতে চোট লেগেছে।
তবে শুধু এমবাপে নয়, অনিশ্চিতের তালিকায় রয়েছেন আর এক ফুটবলার। সার্জিয়ো র্যামোসকেও পাবে না পিএসজি। তবে এমবাপের না থাকাই বেশি ভাবাচ্ছে লিয়োনেল মেসিদের। গত বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার ছিটকে যাওয়াটাই বড় ক্ষতি পিএসজি-র।
আরও পড়ুন: যখন তুই অনূর্ধ্ব-১৯ দলে, তখন থেকে টেস্ট খেলছি- কোহলিকে ধমকে দিয়েছিলেন বিশ্বকাপে, দাবি পাক পেসারের
গত কয়েক দিনে পিএসজির একাধিক ফুটবলার চোট পেয়েছেন। পায়ের মাংস পেশি শক্ত হয়ে যাওয়ায় গত বুধবারের ম্যাচে পিএসজি পায়নি নেমারকেও। বিশ্বকাপে গোড়ালিতে পাওয়া চোটও এখনও ভোগাচ্ছে ব্রাজিলের স্ট্রাইকারকে। তাঁকেও এক সপ্তাহ বিশ্রামে রাখা হতে পারে। এই পরিস্থিতিতে বায়ার্ন ম্যাচের আগে উদ্বিগ্ন ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন মেসির দিকেই তাকিয়ে পিএসজি সমর্থকরা।
আরও পড়ুন: ভিডিয়ো- উমরানের ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল, স্টাম্প ছিটকে উড়ে গেল ৩০ গজের বাইরে
এ দিকে ভালো ছন্দে ছিলেন ২৩ বছরের স্ট্রাইকার। বিশ্বকাপের পর ক্লাবের হয়েও নিয়মিত গোল পাচ্ছিলেন তিনি। তাই এমবাপে না থাকায় নিঃসন্দেহে শক্তি কমল পিএসজি-র। লিগ ওয়ানের শেষ ম্যাচে মঁপেইয়ের বিরুদ্ধে ২১ মিনিটের মাথায় উরুতে চোট পেয়েছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার। নিজেই উঠে দাঁড়ালেও, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। বায়ার্নের সঙ্গে পিএসজির খেলা রয়েছে ১৪ ফেব্রুয়ারি। সেই ম্যাচে খেলতে পারবেন না এমবাপে।
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এমবাপের বাঁ পায়ের উরুর চোটের পরীক্ষা করা হয়েছে। অনন্ত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। ওর ফেমোরাল বাইসেপসে চোট লেগেছে। র্যামোসের চোটেরও আরও পরীক্ষা করা হবে মাঠে নামানোর আগে।’ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের সঙ্গে পিএসজির ফিরতি ম্যাচ ৮ মার্চ। সেই ম্যাচে পুরো ফিট হয়ে এমবাপে মাঠে নামতে পারবেন বলে আশা করা হচ্ছে।
For all the latest Sports News Click Here