CFL 2023 Fixture: সূচি প্রকাশ করল IFA, জেনে নিন তিন প্রধান কবে, কোন মাঠে নামবে
২৫ জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত সকল অপেক্ষার অবসান হল। বুধবার আইএফএ-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ২৫ জুন থেকেই শুরু হতে চলেছে আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের খেলা। বাংলা ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ-র তরফ থেকে সেই সূচি প্রকাশিত করা হল। ২০২৩ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডায়মন্ডহারবার এফসি। কিশোর ভারতী স্টেডিয়ামে সাদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব।
কলকাতা প্রিমিয়ার ডিভিশনে দুটি গ্রুপ করা হয়েছে। এ মাসে অবশ্য তিন প্রধানের কোনও ম্যাচ নেই। লিগের প্রথম দিন একটিই ম্যাচ। তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানেরও প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। তিন প্রধানের মধ্যে প্রথমে মাঠে নামছে মোহনবাগান। ৫ জুলাই প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ। পরের দিন, অর্থাৎ ৬ জুলাই মাঠে নামবে মহমেডান। নিজেদের মাঠে তারা খেলবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু সেই ম্যাচ। ১০ জুলাই নামছে ইস্টবেঙ্গল। তারা খেলবে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল মাঠে সেই ম্যাচটিও শুরু দুপুর সাড়ে ৩টে থেকে।
২৮ জুন তিনটি ম্যাচ রয়েছে। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে পিয়ারলেস ও ক্যালকাটা ফুটবল ক্লাব। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালিঘাট এমএস বনাম এফসিআই এবং দমদম সুরের মাঠে ডালহৌসি ক্লাব নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ব্যারাকপুর স্টেডিয়ামে খেলতে নামবে। দ্বিতীয় রাউন্ডে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ১২ জুলাই খেলতে নামবে মোহনবাগান। তাদের খেলা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। একই দিনে ঘরের মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে মহমেডান স্পোর্টিং। ১৩ জুলাই ঘরের মাঠে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এখনও অবধি ১৪ জুলাই অবধি সূচি দেওয়া হয়েছে আইএফএ-র তরফে।
For all the latest Sports News Click Here