CFL 2023: কলকাতা লিগে জয়ে ফিরল মহামেডান, দুরন্ত কামব্যাকে জয় ভবানীপুরেরও
শুভব্রত মুখার্জি: কলকাতা লিগে জয়ে ফিরল কলকাতার অন্যতম প্রধান ক্লাব মহামেডান স্পোর্টিং। পাশাপাশি এদিন ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নিল ভবানীপুর ফুটবল ক্লাব। রেলওয়ে এফসির বিরুদ্ধে এদিন পিছিয়ে পড়ে ভবানীপুর। তবে হতাশ হননি ফুটবলাররা। জোরদার লড়াই চালান। আর তাতেই বাজিমাত হয়। পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নিল ভবানীপুর। এদিনের ম্যাচে সত্যেন রায়ের গোলে এগিয়ে গিয়েছিল রেলওয়ে। সেখান থেকেই ভবানীপুরকে ম্যাচে ফেরানোর পাশাপাশি জয়ও নিশ্চিত করে ভবানীপুরের ফুটবলাররা। এদিন রেলের বিরুদ্ধে ম্যাচে ভবানীপুরের হয়ে গোল দুটি করেন কিংশুক দেবনাথ ও শুভ ঘোষ।
পাশাপাশি কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের ম্যাচে এদিন জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। সাদা কালো ব্রিগেড গত ম্যাচের হতাশা এদিন ঝেড়ে ফেলল। প্রসঙ্গত গত ম্যাচে চলতি মরশুমের প্রথম হারের সম্মুখীন হতে হয়েছিল মহামেডানকে। নিজেদের ঘরের মাঠে টানটান উত্তেজনার ম্যাচে নবাগত ডায়মন্ডহারবার এফসির কাছে হেরেছিল তারা। ২-১ ফলে সেই হারের হতাশা থেকে যে তারা বেরতে পেরেছে, তা দেখিয়ে দিল তারা। এদিন পিয়ারলেসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল সাদা কালো ব্রিগেড। ম্যাচে মহামেডানের হয়ে গোল করলেন অধিনায়ক সামাদ আলি মল্লিক। ফলে ম্যাচে পিছিয়ে থেকেও জয় তুলে নিল মহমেডান।
আরও পড়ুন:- LPL 2023: ডাহা ফেল বাবর আজম, লঙ্কা প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে কিংসকে জেতালেন বাংলাদেশের তৌহিদ
গত ম্যাচের হারের পর রবিবার শুরু থেকেই জয়ের জন্য মরিয়া চেষ্টা করে মহমেডান স্পোর্টিং। ম্যাচের গতির বিরুদ্ধে ইসরাফিল দেওয়ানের গোলে এগিয়ে যায় পিয়ারলেস। তবে এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই গোল শোধ করে দেয় মহমেডান স্পোর্টিং। সমতা ফেরান ডেভিড লালহানসাঙ্গা। বিরতিতে যাওয়ার সময়ে স্কোর ছিল ১-১।সেখান থেকে দ্বিতীয়ার্ধে জয় সূচক গোলটি করেন অধিনায়ক সামাদ আলি মল্লিক। ব্যারেটোর পাস থেকে গোল করে সমতা ফেরান ডেভিড। তাঁর গোলের পরেও ম্যাচে জয়সূচক গোলের জন্য মহামেডানকে অপেক্ষা করতে হল শেষ মুহূর্ত পর্যন্ত। গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মুখে হাসি ফেরালেন অধিনায়ক সামাদ আলি মল্লিক। ম্যাচের অতিরিক্ত সময়ে তিনি গোল করেন।
দিনের অপর ম্যাচে আর্মি রেডের কাছে হারতে হয়েছে কালীঘাট মিলন সঙ্ঘকে। আর্মির হয়ে একমাত্র গোল করেছেন রাহুল রামকৃষ্ণণ। অপর ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ডায়মন্ডহারবারের কাছে ০-১ গোলে হারে এদিন। ডায়মন্ডহারবারের হয়ে একমাত্র গোল শাইবরল্যাংয়ের। টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারিয়েছে সাদার্ন সমিতি। সাদার্নের হয়ে গোল করেছেন সৌগত হাঁসদা, শ্রীকুমরা কার্জি এবং অয়ন মুন্সি। টালিগঞ্জের হয়ে একমাত্র গোল জয় বাজের।
আরও পড়ুন:- Deodhar Trophy 2023: আইপিএলের মেজাজে একের পর এক ছক্কা হাঁকালেন শিবম দুবে, ব্যর্থ হল নীতীশ রানার লড়াই
অন্যদিকে রেলওয়ে এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল ভবানীপুর। সত্যেন রায়ের গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল রেলওয়ে। সেখান থেকেই শুরু হয় ভবানীপুরের কামব্যাকের লড়াই। আর তাদের এই লড়াইয়ে গোল দুটি করে নায়ক হয়ে যান কিংশুক দেবনাথ ও শুভ ঘোষ।
For all the latest Sports News Click Here