CFC vs MBSG Live Streaming: জেনে নিন কীভাবে ফ্রি-তে দেখবেন চেন্নাই-বাগান দ্বৈরথ?
আইএসএলের ২টি ম্যাচ খেলে মোহনবাগান দু’টিতেই জিতেছে। চেন্নাই আবার দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে। যে কারণে ঘরের মাঠে মোহনবাগানকে হারাতে মরিয়া হয়ে থাকবে চেন্নাইয়িন। এই বছর আইএসএলে এটি চেন্নাইয়িন এফসি-র ঘরের মাঠে প্রথম ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে তারা পাঁচ গোল খেয়ে এসেছে গুয়াহাটি এবং ভুবনেশ্বরে গিয়ে। যে কারণে জিততে মরিয়া থাকবে চেন্নাইয়ের দলটি। তবে সহজে হাল ছাড়ার পাত্র নয় মোহনবাগানও। তারাও জয়ের ধারা ধরে রাখতে চাইবে।
শুধু আইএসএল নয়, এএফসি কাপেও দুরন্ত ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রথম বার বাগান আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে জুয়ান ফেরান্দোর টিম। সেই ম্যাচ নিঃসন্দেহে কঠিন হবে বলেই মনে করছেন বাগানের স্প্যানিশ কোচ। তিনি বলে দিয়েছেন, চেন্নাইয়িনকে তাদের ঘরের মাঠে হারানোটা মোটেও সহজ হবে না।
আরও পড়ুন: ওরা আগ্রাসী ফুটবলই খেলবে- চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে সাবধানী হলেও, তিন পয়েন্টের হুঙ্কার ফেরান্দোর
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ছ’বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। একটিতে চেন্নাইয়িন এফসি। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। আইএসএলে গত ছ’টি অ্যাওয়ে ম্যাচের একটিতেও জয় পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও তারা এর মধ্যে চারটি ম্যাচে ক্লিন শিট রেখেছে। সবুজ-মেরুন বাহিনী শেষ অ্যাওয়ে ম্যাচ জয় পায় গত বছর ৩ ডিসেম্বর, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।
এই নিয়ে তৃতীয় বার লিগের প্রথম দুটি ম্যাচে হার মানল চেন্নাইয়িন এফসি। ২০১৫ এবং ২০১৮-১৯ মরশুমেও এমন হয়েছিল। ঘরের মাঠে গত পাঁচটি ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। দু’টিতে জিতেছে চেন্নাইয়িন, তিনটি ড্র হয়েছে। নিঃসন্দেহে শনিবার দুই দলের ম্যাচে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এখন জেনে নিন চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি ম্যাচটি কোথায়, কী ভাবে, কোন চ্যানেলে দেখবেন, এই ম্যাচের ফ্রি লাইভ-স্ট্রিমিং-ই বা কী ভাবে দেখা যাবে:
আরও পড়ুন: পিছিয়ে গেল ২৮ অক্টোবরের কলকাতার ডার্বি, গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে ভুবনেশ্বরে
কোথায়, কবে হবে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে ম্যাচটি?
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে ২০২৩-২৪ আইএসএলের ম্যাচটি ৭ অক্টোবর (শনিবার) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটি কখন শুরু হবে?
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটি ভারতীয় সময়ে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটি ভারতের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে?
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটি স্পোর্টস ১৮ চ্যানেলে (টিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
কী ভাবে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটির ফ্রি-তে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি-র মধ্যে আইএসএলের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে হলে, JioCinema অ্যাপ ডাউনলোড করতে হবে। আর JioCinema-তেই দেখা যাবে ফ্রি-তে লাইভ স্ট্রিমিং। এছাড়া HT বাংলায় এই ম্যাচের লাইভ আপডেট পাবেন আপনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here