CFC vs EB ISL Live Football Streaming- কখন, কীভাবে দেখবেন ইস্টবেঙ্গলের ম্যাচ
প্রায় সপ্তাহ তিনেকের বিশ্রামের পরে ইস্টবেঙ্গল এফসি ফের মাঠে নামতে চলেছে। এ বার তাদের সামনে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করার আগে ইস্টবেঙ্গল সমর্থকরা চান যেন তাদের প্রিয় দল জয়ের ছন্দে ফিরে যায়। সকলেই এই ম্যাচের দিকে চোখ রাখতে চান। লাল হলুদ সমর্থকেরা দেখতে চান দীর্ঘ ছুটি কাটানোর পরে তাদের দলের ফুটবলাররা কেমন খেলেন। কেমন ভাবে এই ম্যাচ দেখতে পাবেন চলুন আগে সেটাই জেনে নেওয়া যাক-
ইস্টবেঙ্গল শনিবারের এই ম্যাচে কাদের মুখোমুখি হবে?
এই ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি
এই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
এই ম্যাচের ভেন্যু হল- চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম
এই ম্যাচটি কখন শুরু হবে?
এই ম্যাচটি শুরু হওয়ার সময় হল- ২৫ নভেম্বর, ২০২৩, বিকেল ৫.৩০টায়
এই ম্যাচের সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার ও টিভিতে স্ট্রিমিং হবে ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমায়। বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ, সূর্য মুভিজ- মালয়ালামে এই ম্যাচটি সরাসরি দেখা যাবে।
এই ম্যাচটি লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমা ও ওয়ানফুটবল-এ
এই ম্যাচটি শুরু হওয়ার আগে দুই দলের দ্বৈরথের ইতিহাসটা জেনে নেওয়া যাক
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ও চেন্নাইয়িন এফসি এই দুই দল এখনও পর্যন্ত মোট ছ’বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে চেন্নাইয়িন এফসি জিতেছে দু’বার। ইস্টবেঙ্গল কখনও তাদের হারাতে পারেনি। তবে চারবার ড্র হয়েছে। প্রথম চারবারের মুখোমুখিতেই ড্র করে দুই দল। প্রথম চার ম্যাচে ড্র হওয়ার পর ২০২২-২৩ মরশুমে প্রথম লেগে চেন্নাইয়িন ১-০-য় জিতেছিল। দ্বিতীয় লেগেও ২-০ গোলে জিতেছিল চেন্নাইয়িন এফসি। তার মধ্যে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি কলকাতার লাল-হলুদ বাহিনীকে হারিয়েছে একবার। এর পাশাপাশি কলকাতার মাঠে ড্র হয়েছে দু’বার। এই ছয় ম্যাচে চেন্নাইয়িন সাত গোল করেছে ও ইস্টবেঙ্গল এফসি চার গোল করেছে। গত তিন মরশুমে চেন্নাইয়ের মাঠে আজ পর্যন্ত ইস্টবেঙ্গল কোনও গোল করতে পারেনি।
দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে-
টানা তিন ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল শনিবারও যদি হারে, তা হলে এটি হবে তাদের টানা চার ম্যাচে হারের দ্বিতীয় ঘটনা। গত মরশুমে জানুয়ারিতেও তারা টানা চার ম্যাচে হেরেছিল। ইস্টবেঙ্গল গত চার ম্যাচে গোলহীন থাকেনি। অন্যদিকে প্রথম ছয় ম্যাচে ১২টি গোল খেয়েছে চেন্নাইয়িন এফসি। এর আগে আইএসএলে কোনও মরশুমে প্রথম ছয় ম্যাচে এত গোল খায়নি তারা। বক্সের বাইরে থেকে তারা পাঁচটি গোল খেয়েছে। আর কোনও দল বক্সের বাইরে থেকে এত গোল খায়নি। বাংলার ফরোয়ার্ড রহিম আলি চেন্নাইয়িনের জার্সি গায়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দু’টি গোল করেছেন। শনিবার তিনি একটি গোল বা অ্যাসিস্ট করলে তাদের দলের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোলে অবদান থাকবে রহিমেরই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here