Canada Open Super 500 Final: জাপানের নিশিমোতোকে হারিয়ে ফাইনালে লক্ষ্য সেন
শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় ব্যাডমিন্টনের উদীয়মান তারকাদের মধ্যে জায়গা পেয়েছেন লক্ষ্য সেন। সাম্প্রতিক সময়ে তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন। আর সেই ফর্ম ধরে রেখে তিনি পৌঁছে গিয়েছেন কানাডা ওপেন সুপার ৫০০’র ফাইনালে। সেমিফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন জাপানের কেন্টা নিশিমোতোকে।
দুরন্ত ড্রপ ডলার পাশাপাশি একের পর এক কঠিন স্ম্যাশে লক্ষ্য সেন কাবু করেছেন জাপানের প্রতিপক্ষ তারকাকে। লক্ষ্য সেনের শটের কোন উত্তর ছিল না নিশিমোতোর কাছে। উল্টো দিকে ভারতীয় শাটলার লক্ষ্য সেনের কড়া ডিফেন্সকে ভাঙতে পারেননি নিশিমোতো। জাপানের নিশিমোতোর কড়া আক্রমণাত্মক খেলার বিরুদ্ধে নিজের ডিফেন্সকে মজবুত করেই কানাডা ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেন লক্ষ্য সেন।
ক্যালগরিতে এদিন শাটেল ককের স্পিড প্রথমে সমস্যায় ফেলে ছিল লক্ষ্য সেনকে। তবে পরবর্তীতে তা বুঝে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেন রতীয় ব্যাডমিন্টনের উদীয়মান তারকা লক্ষ্য সেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ক্যালগরিতে এরপর পরিবেশ পরিস্থিতি সামলে বছরের প্রথম ফাইনালে পৌঁছে যান লক্ষ্য সেন। ২১-১৭, ২১-১৪ ফলে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। ক্রমতালিকায় বিশ্বের প্রথম ২০’তে থাকা জাপানিজ শাটলারের বিরুদ্ধে সহজেই জয় পেয়ে বেশ খুশি তিনি। ক্যালগরিতে শুরু থেকেই ভালো ফর্মে রয়েছেন লক্ষ্য সেন।
প্রথম ম্যাচেই তিনি হারিয়ে দিয়েছিলেন কুনলাভুত ভিদিতসার্নকে। সেই ফর্ম এ দিন ধরে রাখেন তিনি। আইস হকি রিঙ্গকে বদলে তৈরি করা ব্যাডমিন্টন কোর্টের ফ্লোরিং এবং তাপমাত্রার কারণে খুব সতর্ক হয়ে খেলতে হচ্ছিল। এদিন প্রথম গেমে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল লক্ষ্যকে। তবে দ্বিতীয় গেমে তুলনামূলক সহজভাবে জিতে গিয়ে তিনি ফাইনালে চলে যান। এই জয় প্রসঙ্গে বলতে গিয়ে অনুপ শ্রীধর জানান, ‘এখানকার পরিবেশ পরিস্থিতি এমন যে একটু অসতর্ক হলে গেম হাতের বাইরে চলে যেতে পারত। হঠাৎ ৫-৬ পয়েন্ট চলে গেলে সমস্যা বাড়ত। লক্ষ্য মানসিকভাবে গোটা ম্যাচে সুইচড অন ছিল ফলে অসুবিধা হয়নি।’
প্রথম গেমে লক্ষ্য একটা সময়ে ১-৪ এবং পরবর্তীতে ৩-৫ ফলে পিছিয়ে ছিলেন। সেখান থেকে একটা সময়ে ১৭-১৪ ফলে এগিয়ে যান তিনি। এরপর নিশিমোতোর দুটি ভুলকে কাজে লাগিয়ে সহজেই গেম জিতে যান তিনি। দ্বিতীয় গেমে অবশ্য শুরু থেকেই লিড নেন লক্ষ্য এবং তা ধরে রেখেই ম্যাচ জয় নিশ্চিত করেন তিনি।
For all the latest Sports News Click Here