BRA vs KOR FIFA World Cup 2022 Live: তিতের অক্সিজেন নেইমার, কোরিয়া কি পারবে অঘটন ঘটাতে?
ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলকে গ্রুপ লিগের শেষ ম্যাচে হারতে হয়েছে। সেই ম্যাচে তারা সুযোগ নষ্টের খেসারত দিয়েছিল। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নয়টি পরিবর্তন করেছিলেন ব্রাজিলের কোচ তিতে। আসলে তার আগেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল তারা। তাই রিজার্ভ বেঞ্চকে সম্ভবত দেখে নিতে চেয়েছিলেন তিতে। তবে ম্যাচটি ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। সেই হারের ধাক্কা কাটিয়ে তিতের দল কি পারবে প্রি-কোয়ার্টারে ঘুরে দাঁড়াতে। দক্ষিণ কোরিয়া কিন্তু কঠিন সমস্যায় ফেলতে পারে।
কোরিয়াকে সমীম করছে ব্রাজিল
শেষবার কোরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। তবে সেই জয়কে মাথায় না রেখে বিশ্বকাপের ম্যাচ সম্পুর্ণ আলাদা বলেই জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। দক্ষিণ কোরিয়াকে যথেষ্ট সমীহ করে তিনি বলেছেন, ‘পরিকল্পনা তৈরি। শারীরিক এবং মানসিক ভাবেও এই ম্যাচের জন্য প্রস্তুত। ফ্রেন্ডলি ম্যাচে কী হয়েছিল, সেটা ভেবে খুশি থাকলে চলবে না। এটা বিশ্বকাপ। কঠিন গ্রুপ থেকে উঠে এসেছে কোরিয়া। প্রতিপক্ষকে সম্মান দিয়েই আমাদের ভালো খেলতে হবে।’
নেইমার সম্ভবত প্রথম একাদশে
ক্যামেরুন ম্যাচের পর অনুশীলন শুরু করেছেন নেইমার। বল পায়ে অনুশীলনে পুরোপুরি ফিট দেখিয়েছে তিতের দলের প্রধান তারকাকে। প্রথম একাদশে নেইমারকে রাখা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ব্রাজিল কোচ। তবে যা খবর, প্রথম একাদশে নেইমারকে রেখেই দল সাজাতে চলেছেন তিতে। পাশাপাশি শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে হার নিয়েও খুব একটা চিন্তিত নয় ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। কোরিয়ার বিরুদ্ধ পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে সাম্বা ব্রিগেড।
চুলের রং বদলে নামছেন নেইমার
চোট সারিয়ে আজই নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একদম নতুন লুকে মাঠে নামবেন নেইমার। তাই নতুন করে নিজের চুলের রংও পাল্টে ফেলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার। মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন নেইমার। তাই চুলের রংয়েও হয়তো এনেছেন এই পরিবর্তন। কাতার বিশ্বকাপে মাঠে নামার আগেই চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। সার্বিয়া ম্যাচে তাঁকে সেই ছাঁটেই দেখা গিয়েছিল। শেষ ষোলোয় ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর কাছে যান নেইমার। এবার বদলেছেন চুলের রং। তাঁর এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার এবং তাঁর ছবি পোস্ট করে লেখেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।’ চুলের রং তো বদলে ফেললেন, কিন্তু পারবেন কি মাঠে রং ছড়াতে? উত্তর দেবে সময়।
For all the latest Sports News Click Here