BPL-এ মারকাটারি ব্য়াটিং, চার-ছয়ের ঝড়ে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস শাকিব-ইফতিকারের
বাংলাদেশ প্রিমিয়র লিগে ব্যাট হাতে ঝড় তুললেন ইফতিকার আহমেদ ও শাকিব আল হাসান। রংপুর রাইডার্সের বিরুদ্ধে পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত নমুনা পেশ করবেন ফর্চুন বরিশালের দুই তারকা ক্রিকেটার। বিধ্বংসী শতরান করেন ইফতিকার। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শাকিব। উল্লেখযোগ্য বিষয় হল, দুই তারকাই নিজেদের টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন এই ম্যাচে।
পরে বল হাতে ঘূর্ণিঝড় তোলেন মেহেদি হাসান মিরাজ। সঙ্গত কারণেই বরিশাল ম্যাচে বড় ব্যবধানে পরাজিত করে রংপুরকে।
চট্টগ্রামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল। তারা একসময় ৫.৪ ওভারে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে। এনামুল হক ১৪, ইব্রাহিম জাদরান ০, মেহেদি হাসান ২৪ ও মাহমুদুল্লাহ ০ রানে আউট হন। ইফতিকার ব্যাট হাতে ক্রিজে আসার পরে ম্যাচের রং বদলে যায়।
আরও পড়ুন:- India vs Wales Hockey World Cup: লিগের শেষ ম্যাচে ওয়েলসকে ৪-২ গোলে হারাল ভারত
শাকিব ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। টি-২০ ক্রিকেটে এটি শাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তাঁর সেরা টি-২০ ইনিংস ছিল অপরাজিত ৮৬ রানের।
ইফতিকার ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। শতরানে পৌঁছনোর পরে ইফতিকার আর কোনও বল খেলার সুযোগ পাননি। ফলে তিনি নট-আউট থাকেন ব্যক্তিগত ১০০ রানে।
আরও পড়ুন:- Hockey World Cup: জিতেও সরাসরি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারল না ভারত, নিয়ম কী বলছে? দেখে নিন পয়েন্ট টেবিল
টি-২০ কেরিয়ারের এই প্রথম সেঞ্চুরি করলেন ইফতিকার। সুতরাং, পাক তারকার এটি টি-২০ কেরিয়ারের সেরা ইনিংস। বরিশাল শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হাসান মাহমুদ ও হ্যারিস রউফ ২টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে রংপুর ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। ৬৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে বরিশাল। শামিম হোসেন ৪৪, মহম্মদ নওয়াজ ৩৩, মহম্মদ নইম ৩১ ও শোয়েব মালিক ১০ রান করেন। মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও কামরুল ইসলাম। শাকিব উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন। ম্যাচের সেরা হন ইফতিকার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here