‘Bloody f***’, বিরাটের ঠিক কোন কথায় মেজাজ হারান গম্ভীর, সামনে এল সেটা- রিপোর্ট
চূড়ান্ত নোংরা গালিগালাজ করেন বিরাট কোহলি। তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) বনাম লখনউ সুপার জায়েন্টসের (এলএসজি) ম্যাচের শেষে পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলেন গৌতম গম্ভীর। তেড়ে যান আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাটের দিকে। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এমনই দাবি করা হল একটি নয়া রিপোর্টে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিরাট যে গালাগালি দেন, তাতে নিজেকে শান্ত রাখতে পারেননি গম্ভীর। তারপরই বিরাট এবং গম্ভীরের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন দুই দলের অন্যান্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
বিরাট কী গালিগালাজ করেন? সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লখনউয়ের হেড কোচ গম্ভীরকে উদ্দেশ্য করে বিরাট বলেন যে ‘Bloody f*** (গালিগালাজ)’। তারপরই মেজাজ হারিয়ে ফেলেন গম্ভীর। তেড়ে যান বিরাটের দিকে। বিরাটও তেড়ে আসেন। তারপরই দু’জনের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
আরও পড়ুন: Virat and Gambhir fight latest update: বিরাটকে হিংসা করেন গম্ভীর, ঝামেলার পর তোপ সাংবাদিকের, ‘টাকা খেয়েছে’, পালটা গৌতির
সেইসময় বিরাট এবং গম্ভীরের কী কথা হয়েছিল, তা নিয়ে এক প্রত্যক্ষদর্শীর বয়ান তুলে ধরেছিল সংবাদসংস্থা পিটিআই। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ওই প্রত্যক্ষদর্শী যে কোনও একটি দলের ডাগ-আউটে ছিলেন। বিরাট বলেন যে ‘আপনারা টিভিতে দেখেছিলেন যে ম্যাচের পরে (কাইল) মায়ার্স এবং বিরাট পাশাপাশি হাঁটছিলেন। কোহলিকে মায়ার্স প্রশ্ন করেন যে কেন তাঁদের লাগাতার গালিগালাজ করছিলেন বিরাট? পালটা বিরাট বলেন যে কেন তাঁর দিকে কটমট করে তাকিয়েছিলেন মায়ার্স? তার আগে আম্পায়ারের কাছে (অমিত) মিশ্র অভিযোগ করছিলেন যে বিরাট লাগাতার নবীনকে (নবীন-উল-হক) গালিগালাজ করছিলেন। যিনি দশম ব্যাটার ছিলেন।’
আরও পড়ুন: Kohli vs Gambhir: ‘কোহলি-কোহলি’ আওয়াজ তুলে দর্শকদের টিটকিরি, ক্ষুব্ধ গম্ভীরের চোখ দিয়ে আগুন ঝরল- দেখুন ভাইরাল ভিডিয়ো
ওই প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শী বলেন যে ‘বিষয়টি আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কা করে মায়ার্সকে টেনে সরিয়ে নেন গৌতম এবং ওঁর (বিরাট) সঙ্গে কথা না বলতে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘তারপর যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, সেটা কিছুটা শিশুসুলভ ছিল।’
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘কী বলছিস বল? বিরাট বলেন যে আমি তো আপনাকে কিছু বলিনি। আপনি কেন এটার মধ্যে ঢুকছেন? গৌতম বলেন যে তুই আমার খেলোয়াড়কে (গালাগালি) দিয়েছিস। অর্থাৎ আমার পরিবারকে গালিগালাজ করেছিস। বিরাট পালটা বলে যে তাহলে নিজের পরিবারকে সামলে রাখুন। দু’জনকে সরিয়ে নিয়ে যাওয়ার আগে গম্ভীর বলেন যে এবার তাহলে তুই আমায় শেখাবি?’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here