Bigg Boss OTT: শমিতার সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় রাকেশ! ফাঁস ভিডিয়ো
বিগ বস ওটিটির শুরু থেকেই চর্চায় শমিতা শেট্টি। পর্নকাণ্ডে জেরে রাজ কুন্দ্রা, আর ঘটনার দিন কয়েকের মধ্যেই শমিতার বিগ বসের ঘরে এন্ট্রির জেরে সরগরম নেটদুনিয়া। বিগ বস ওটিটি-কে শমিতার ‘কানেকশন’ হিসাবে দেখা মিলছে অভিনেতা রাকেশ বাপাটের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগ বসের ঘরের এক দৃশ্য, যেখানে শমিতার সঙ্গে রোম্যান্সের মুডে পাওয়া গেল রাকেশকে।যদিও সঙ্গীর এই আচরণে রীতিমতো বিরক্ত শমিতা। ভুট (Voot)-এর ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করা ভিডিয়োতে রাকেশ-শমিার কাণ্ডকারখানা দেখে থ নেট-দুনিয়া।
বিগ বসের ঘরের আলো নিভে যাওয়ার পরের ঘটনা ফ্রেমবন্দি হয়েছে এই ভিডিয়োতে। নাইট ক্যামেরায় তোলা এই সাদা-কালো ভিডিয়োয় দেখা যাচ্ছে, শমিতা-রাকেশ পাশাপাশি বিছানায় শুয়ে রয়েছেন। তবে ঘুমোনোর বদলে নিজের ব্লাঙ্কেট নিয়ে নাড়াচাড়া শুরু করে রাকেশ। শমিতার কড়া হুঁশিয়ারি, ‘ঘুমোতে যাও’, এমনকি বিগ বসের নাম ধরেও ডাকডাকি শুরু করেন শমিতা। এরপরই ফ্লার্ট করবার মুডে রাকেশ বলে উঠেন, ‘আমি তোমার কাছে উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি’; এই কথা শুনে রীতিমতো মারতে তেড়ে যান শমিতা।
শমিতার রাগের জেরে কিন্তু রাকেশের ভালোবাসা দমে যায়নি, বরং অভিনেতা বলেন, ‘আমি না তোমার কানেকশন’। তারপর রাকেশের জন্য রীতিমতো অপশব্দ প্রয়োগ করে বসেন শমিতা। এরপর শমিতা তাঁকে বিছানা ছেড়ে উঠে যেতে বলে, কথা না শুনলে শমিতা রাকেশকে বিছানা থেকে টেনে-হিঁছড়ে নামানোর চেষ্টা করে। কিন্তু রাকেশ বলে বসে, ‘আমি প্যান্ট পরে নেই’। নেহা ভসিন এই কথোপকথনে যোগ দিয়ে বলেন, ‘শমিতা তোমার এতো চিন্তা কী, তোমার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা আছে তো নাকি! তাহলে এক বিছানায় ঘুমোনো নিয়ে সমস্যা কোথায়?’
তবুও নাছোড়বান্দা শমিতা, সে বলে, ‘গো না’, পালটা জবাব মেলে- ‘কাম না বেবি!’ শমিতার করুণ অবস্থা থেকে রাকেশসহ বাকি সদস্যরাও হাসাহাসি জুড়ে দেয়। রাকেশকে তো টেনে বিছানা থেকে নামাতে ব্যর্থ হন শমিতা, তবে অভিনেত্রীর হাতে আসে তাঁর ব্লাঙ্কেট। আবদারের সুরে রাকেশ বলে বসেন, ‘ও আচ্ছা একটা ব্লাঙ্কেটে ঘুমোতে চাইছো’, রেগে আগুন শমিতা হাল ছেড়ে বলেন- আমি কাল তোমাকে দেখে নেব’। জবাব আসে, ‘আচ্ছা একই সময়ে, একই জায়গায়’।
For all the latest entertainment News Click Here