Bigg Boss: সবার সামনে স্বামী রীতেশকে টেনে ধরে চুমু রাখির, হু হু করে ছড়াল ভিডিয়ো
বলিউডে রাখি সাওয়ান্তের জনপ্রিয়তাই আলাদা। বেশিরভাগ সময় বিতর্কের কারণেই খবরে থাকেন তিনি। লাইমলাইটে আসার কোনও সুযোগই ছাড়েন না আসলে। সম্প্রতি ‘বিগ বস ১৫’র ফাইনালের শ্যুটে সেটে দেখা মিলেছিল তাঁর। সঙ্গী ছিলেন রাখির চর্চিত বর রীতেশও। দু’জনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। আর মিডিয়ার সামনেই রীতেশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল তাঁকে। খেলেন লম্বা চুমু।
রাখি-রীতেশের এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কেউ কেউ যেমন তাঁদের বন্ডিংয়ের তারিফ করেছেন, তেমনই কেউ কেউ আবার ‘লোক দেখানো’ বলেও মনে করেছেন রাখির এই কাজ। এভাবে সকলের সামনে চুমু খাওয়া, তাও সংবাদমাধ্যমকে দেখিয়ে দেখিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেই মত তাঁদের।
সঙ্গে মজার মজার কমেন্টও চোখে পড়েছে। এক নেটনাগরিক লিখেছেন, ‘রাখি চুষে বের করে নিচ্ছে রীতেশের শরীরে থাকা বিষ’। আরেকজনের মত, ‘রীতেশ- না, না শুধু চুমুতে আমার হবে না/ রাখি- আসো এখন চুমু খাই, বাড়ি গিয়ে সব হবে…’
বলিউডে রাখি সাওয়ান্তের জনপ্রিয়তাই আলাদা। বেশিরভাগ সময় বিতর্কের কারণেই খবরে থাকেন তিনি। লাইমলাইটে আসার কোনও সুযোগই ছাড়েন না আসলে। সম্প্রতি ‘বিগ বস ১৫’র ফাইনালের শ্যুটে সেটে দেখা মিলেছিল তাঁর। সঙ্গী ছিলেন রাখির চর্চিত বর রীতেশও। দু’জনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। আর মিডিয়ার সামনেই রীতেশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল তাঁকে। খেলেন লম্বা চুমু।
রাখি-রীতেশের এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কেউ কেউ যেমন তাঁদের বন্ডিংয়ের তারিফ করেছেন, তেমনই কেউ কেউ আবার ‘লোক দেখানো’ বলেও মনে করেছেন রাখির এই কাজ। এভাবে সকলের সামনে চুমু খাওয়া, তাও সংবাদমাধ্যমকে দেখিয়ে দেখিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেই মত তাঁদের।
সঙ্গে মজার মজার কমেন্টও চোখে পড়েছে। এক নেটনাগরিক লিখেছেন, ‘রাখি চুষে বের করে নিচ্ছে রীতেশের শরীরে থাকা বিষ’। আরেকজনের মত, ‘রীতেশ- না, না শুধু চুমুতে আমার হবে না/ রাখি- আসো এখন চুমু খাই, বাড়ি গিয়ে সব হবে…’|#+|
‘বিগ বস ১৫’-তেই প্রথম বর রীতেশকে নিয়ে আসেন রাখি। তার আগে কন্ট্রোভার্সি কুইনের মুখে নাম শোনা গেলেও, দেখা মেলেনি। শো-তেই রাখি-রীতেশ সলমনের কাছে নিজেদের বিয়ের সত্যতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘আমরা একে-অপরকে খুব ভালোবাসি। আমরা সারা জীবন একসাথে থাকার কথা দিলাম।’
যদিও জানা যায়, রীতেশ মোটেই কানাডার কোনও ব্যবসায়ী নন। বরং তিনি ভারতে থেকেই কাজ করেন। এবরং রীতেশ ইতিমধ্যে বিবাহিত। বিচ্ছেদ হয়নি। তাই ভারতীয় আইন অনুসারে রাখি-রীতেশের বিয়ে হলেও তা বৈধ নয়।
For all the latest entertainment News Click Here