BFF অমৃতার জন্মদিন, নিজের বাড়ির ছাদবাগান সাজিয়ে পার্টি করলেন করিনা, অন্দরের ঝলক
বন্ধু হিসেবে যে তিনিই সেরা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী করিনা কাপুর খান। মঙ্গলবার ছিল তাঁর সেরা বান্ধবী অমৃতা আরোরার জন্মদিন। বান্ধবীর জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন বেবো। অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ির অন্দর সেজে উঠেছিল বেলুন, ফেস্টুন আর ফুল দিয়ে। তাঁদের মহিলা টিমের পাশাপাশি পার্টিতে হাজির ছিলেন পাঞ্জাবি গায়ক-র্যাপার এপি ধিলোন।
এ দিন পার্টিতে কালো ট্যাঙ্ক টপ পরে দেখা মেলে করিনার। গলায় একটি বড় ক্রস পরেছিলেন অভিনেত্রী। অমৃতাকেও কালো আউটফিটে দেখা মেলে। তাঁর বড় বোন মালাইকা অরোরাকে একটি কালো টপ এবং বেইজ প্যান্ট পরে দেখা গিয়েছে। অর্জুন কাপুরও পার্টিতে ক্যাজুয়াল পোশাক পরে হাজির হন।
লালা রঙের প্রিন্টেড পোশাকে বেবোর বাড়ির প্রবেশ করতে গিয়ে লেন্সবন্দি করিশ্মা কাপুর। সাদা সিল্কের শার্টে দেখা গিয়েছে এপি ধিলনকে। এছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর; এবং রিতেশ সিধওয়ানিকে তাঁর স্ত্রী ডলি সিধওয়ানির সঙ্গে। আরও পড়ুন: ভাঙল বাহুবলী ২-এর রেকর্ড, দেশজুড়ে ৭ দিনে নেট ৩০০ কোটির উপর ব্যবসা করল ‘পাঠান’
করিনার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে পার্টির অন্দরের ঝলক। বান্ধবীদের সঙ্গে একাধিক ছবিতে পোজ দিয়েছেন বেবো। ব্যাকগ্রাউন্ডে রিতেশকে দেখা গিয়েছিল এবং কারিনা লিখেছিলেন, ‘রিতেশ সিধওয়ানি ফটোবোম্বিং বন্ধ করুন।’
অমৃতা ইনস্টাগ্রামে কারিনার বাড়ির থেকে ছবি শেয়ার করেছেন এবং দেখিয়েছেন কীভাবে তার BFF তাঁর জন্য টেরেস সাজিয়েছে। গাছপালা, বেলুন, ফেস্টুন এবং নানা রঙের আলোয় সেজে উঠেছে করিনার ছাদবাগান।
করিনাকে শেষবার আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি গত বছর অগস্ট মাসের ১১ তারিখ মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে তেমন মোটেই সাড়া পায়নি ছবিটি। পরবর্তীকালে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। আগামীতে বেবোকে সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে। সম্প্রতি তিনি হংসল মেহতার সঙ্গে একটি থ্রিলার ঘরানার ছবির শ্যুটিং শেষ করলেন। একই সঙ্গে তিনি বর্তমানে ‘ক্রিউ’ ছবিটির প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তাঁর সঙ্গে কৃতি শ্যানন এবং টাবুকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
আগামী ২১ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ করবে জেহ। গত ২০ ডিসেম্বর ২০২২ ছয় বছরে পা দিয়েছে সইফিনার বড় ছেলে তৈমুর। সইফ এবং দুই ছেলেকে নিয়ে এই মুম্বইয়ের বাড়িতে সাজানো সংসার বেবোর।
For all the latest entertainment News Click Here