Bengal vs Services Live: ঈশ্বরন-সুদীপের ওপেনিং জুটিতে জমাট শুরু বাংলার
চলতি বিজয় হাজারে ট্রফির শুরুতেই মুম্বইয়ের কাছে হারের মুখ দেখতে হয় বাংলাকে। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে তারা মিজোরামের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে মহারাষ্ট্রের কাছে হার মানেন অভিমন্যু ঈশ্বরনরা। এলিট ই-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা একতরফা জয় তুলে নেয় পুদুচেরির বিরুদ্ধে। পঞ্চম ম্যাচে রেলওয়েজকেও হারিয়ে দেয় বাংলা। এবার লিগের শেষ ম্যাচে ঈশ্বরনদের প্রতিপক্ষ সার্ভিসেস।
দাপুটে শুরু বাংলার
সুদীপ ঘরামিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। ৪ ওভারে বাংলা কোনও উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। ১৮ বলে ১২ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭ বলে ১ রান করেছেন ঈশ্বরন। ১৪ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
সার্ভিসেসের প্রথম একাদশ
শুভম রোহিল্লা, রবি চৌহান, অংশুল গুপ্ত, রজত পালিওয়াল (ক্যাপ্টেন), দেবেন্দ্র লোচাব (উইকেটকিপার), অভিষেক তিওয়ারি, পুলকিত নারাং, অর্জুন শর্মা, নীতিন যাদব, অর্পিত গুলেরিয়া ও রাহুল সিং।
বাংলার প্রথম একাদশ
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অনুষ্টুপ মজুমদার, ঋত্বিক রায় চৌধুরী, মনোজ তিওয়ারি, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, গীত পুরি ও প্রদীপ্ত প্রামানিক।
লিগের প্রথম ৫ ম্যাচে বাংলার পারফর্ম্যান্স
১. মুম্বইয়ের কাছে ৮ উইকেটে পরাজিত হয়।
২. মিজোরামকে ৯ উইকেটে হারিয়ে দেয়।
৩. মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হার মানে।
৪. পুদুচেরিকে ৮ উইকেটে পরাজিত করে।
৫. রেলওয়েজকে ৫৭ রানে হারিয়ে দেয়।
টস হারল বাংলা
সার্ভিসেসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টস হারল বাংলা। টস জিতে সার্ভিসেস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাকে। সুতরাং রাঁচিতে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করবে সার্ভিসেস।
For all the latest Sports News Click Here