Bengal Cricketer Suicide:আত্মঘাতী বাংলার জুনিয়র দলের ক্রিকেটার রোহিত যাদব
বাংলার জুনিয়র ক্রিকেট দলে নাম থাকলেও শেষ পর্যন্ত অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন ১৮ বছরের উদীয়মান ক্রিকেটার। বুধবার সকালে নিজের ঘর থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী বাংলার এক উদীয়মান ক্রিকেটার। ওই ক্রিকেটারের নাম রোহিত যাদব। আত্মঘাতী ওই উদীয়মান ক্রিকেটারের বয়স মাত্র ১৮ বছর।
জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের বাসিন্দা ছিলেন উদীয়মান ক্রিকেটার রোহিত যাদব। বেলুড়ের রেল কলোনিতে থাকতেন রোহিত। নিজের ঘরেই আত্মঘাতী হন ওই উদীয়মান ক্রিকেটার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অ্যাসিড খেয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবারের লোকজন জানিয়েছেন, আর্থিক অনটন ছিল সংসারে। অনেক টাকা ধার নিয়েছিল সে।
আরও পড়ুন… ICC Ranking: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং, র্যাঙ্কিংয়ে বিরাট-রোহিতের লাফ
পুলিশ জানিয়েছে, হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর আঠারোর রোহিত যাদব বিষ বা অ্যাসিড জাতীয় কিছু খেয়েছিলেন। টিএর জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দেনার চাপেই আত্মহত্যা করেছেন ওই ক্রিকেটার। রোহিতের বাবা-মা জানান, আর্থিক অনটনের মধ্য দিয়েই দিন কাটছিল তাঁদের। খেলা চালিয়ে যেতে বন্ধুদের কাছে প্রচুর টাকা ধার করেছিল ছেলে। সেই টাকা শোধ দিতে না পারায় অবসাদে ভুগছিল রোহিত যাদব। কিন্তু কেন ছেলে আত্মহত্যা করতে গেলেন, তা নিয়ে পরিবার মুখ খুলতে চায়নি।
আরও পড়ুন… এমন লোকদের প্রতি আমার কখনও শ্রদ্ধা ছিল না এবং থাকবেও না- ফের বিস্ফোরক রামিজ রাজা
পরিবারের তরফ থেকে আরও জানান হয়েছে যে, টাকা সময়ে শোধ দিতে না পারায় পাওনাদারেরা হুমকি দিত। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিল রোহিত যাদব। অনুমান করা হচ্ছে সেই কারণেই হয়তো আত্মঘাতী হন রোহিত যাদব। যদিও এই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ।
স্বাভাবিকভাবেই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে হাওড়ার লিলুয়ায় তাঁর শোয়ার ঘর থেকে রোহিত যাদবের দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিভাবান এই ক্রিকেটারের বাবা-মা বলেছেন তাঁদের ছেলে ভালোই খেলতেন। বামনগাছিতে নিয়মিত প্র্যাকটিস করত রোহিত। ২০১৯-২০ মরশুমে অনূর্ধ্ব-১৬ বাংলা দলে সুযোগ পান রোহিত যাদব। ৩৫ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। পরবর্তীতে প্রথম একাদশেও সুযোগ পান। বাংলার জুনিয়র ক্রিকেট দলের এগারো জনের মধ্যে নাম ছিল তাঁর। রোহিতের বাবা বলেন, ও কেন এই চরম পথ বেছে নিল, বুঝতে পারছি না। মঙ্গলবার রাতেও ওকে দেখে কিছুই বোঝা যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
For all the latest Sports News Click Here