BENG vs UP, Ranji Trophy 2022-23 Live: অভিমন্যুর জায়গায় নেতা মনোজে,সামনে নতুন চ্যালেঞ্জ
করোনা আতঙ্ক কাটিয়ে তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছে চেনা ছবি। ফের পরিচিত ফর্ম্যাটেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। এ বার চেনা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। আর মঙ্গলবার, টুর্নামেন্টের প্রথম দিনই ঘরের মাঠে অভিযান শুরু করছে বাংলা। ইডেন গার্ডেন্সে মনোজদের প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।
বাংলার হয়ে ওপেন করবেন কারা?
অভিমন্যু নেই। ওপেনিং কম্বিনেশন পাল্টাবে। অভিষেক দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন কৌশিক ঘোষ। মনোজ বলছেন, ‘অভিমন্যুর পরিবর্ত পাওয়া সহজ নয়। তবে অভিষেক ও কৌশিক রানের মধ্যে রয়েছে। ওরাই হয়তো ইনিংস ওপেন করবে।’
উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার স্ট্র্যাটেজি
ইডেনের সবুজ উইকেটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে গতির অস্ত্রে শান দিতে চাইছে বঙ্গ ব্রিগেড। সেই কারণে চার পেসারে যাওয়ার পরিকল্পনা । ইশান পোড়েল, আকাশদীপ, সায়নশেখর মণ্ডল ছাড়াও গীত পুরী এবং দুর্গেশ দুবের মধ্যে যে কোনও একজনকে খেলাতে পারে বাংলা। দুই বাঁ-হাতি পেসারের মধ্যে যে দলে আসবেন তাঁরই লাল বলের ক্রিকেটে বাংলার জার্সিতে অভিষেক হবে।
চার পেসার ছাড়াও স্পিনার অলরাউন্ডার শাহবাজ আহমেদের দক্ষতায় উপর আস্থা রাখছে বাংলা শিবিরের। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় অভিমন্যু ঈশ্বরন বাংলা দলে নেই। হ্যামস্ট্রিংয়ে চোট সারাতে মুকেশ কুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। এই দুইয়ের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও, যাঁরা আছেন তাঁদের নিয়েই নীল নকশা তৈরি করছেন মনোজ-লক্ষ্মী জুটি।
বাংলা দলের মতো প্রতিপক্ষ উত্তরপ্রদেশও অফ স্পিনার সৌরভ কুমার এবং কুলদীপ যাদবকে পাবে না। তাঁদের অনুপস্থিতি যে সুবিধা করে দেবে, তা মানছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
রঞ্জি ট্রফি শুরু হচ্ছে আজ থেকে
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। প্রথম দিনই রয়েছে এক গুচ্ছে ম্যাচ। এ দিন থেকে যে ম্যাচগুলি শুরু হচ্ছে, সেগুলি হল: বাংলা-উত্তরপ্রদেশ, সিকিম-মণিপুর, অসম-সৌরাষ্ট্র, নাগাল্যান্ড-উত্তরাখণ্ড, ওড়িশা-বরোদা, ত্রিপুরা-গুজরাট, অন্ধ্রপ্রদেশ-মুম্বই, বিহার-অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড-কেরল, হরিয়ানা-হিমাচল প্রদেশ, কর্ণাটক-সার্ভিসেস, পঞ্জাব-চণ্ডীগড়, জম্মী এবং কাশ্মীর-মধ্য প্রদেশ, বিদর্ভ-রেলওয়েজ, হায়দরাবাদ-তামিলনাড়ু, মহারাষ্ট্র-দিল্লি, মিজোরাম-মেঘালয়, পণ্ডিচেরী-ছত্তিশগড় এবং গোয়া-রাজস্থান।
For all the latest Sports News Click Here