BENG vs UKHND Ranji Trophy Live: সায়নকে সঙ্গে নিয়ে ওপেনে অভিমন্যু ঈশ্বরন
উত্তরপ্রেদশের বিরুদ্ধে জয় দিয়ে এবারের রঞ্জি অভিযান শুরু করে বাংলা। পরে ঘরের মাঠে হিমাচলপ্রদেশের কাছে থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেন মনোজ তিওয়ারিরা। নাগাল্যান্ডকে তৃতীয় ম্যাচে ইনিংসে পরাজিত করে বাংলা। এবার টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে মনোজদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। অ্যাওয়ে ম্যাচ থেকে ফের পুরো পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য বাংলা ক্রিকেট দলের।
সায়নকে নিয়ে ওপেনে ঈশ্বরন
সায়ন শেখর মণ্ডলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। বোলিং শুরু করেন দীপক। প্রথম ওভারে ১ রান ওঠে। শুরুতেই সিঙ্গল নিয়ে খাতা খোলেন সায়ন। অভিমন্যু ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি।
উত্তরাখণ্ডের প্রথম একাদশ
অভয় নেগি, আদিত্য তারে (উইকেটকিপার), অখিল সিং রাওয়াত, আরিয়ান শর্মা, অবনীশ সুধা, দীপক ধাপোলা, জীবনজ্যোৎ সিং (ক্যাপ্টেন), কুণাল চাণ্ডেলা, আকাশ মাধওয়াল, মায়াঙ্ক মিশ্র ও স্বপ্নিল সিং।
বাংলার প্রথম একাদশ
অভিমন্যু ঈশ্বরন, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ দীপ, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, ইশান পোড়েল, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), প্রদীপ্ত প্রামানিক, সায়ন শেখর মণ্ডল, শাহবাজ আহমেদ ও সুদীপ ঘরামি।
চতুর্থ রাউন্ডের লিগ ম্যাচের আগে এলিট-এ গ্রুপের পয়েন্ট টেবিল
১. উত্তরাখণ্ড: ম্যাচ-৩, জয়-৩, ড্র-০, হার-০, পয়েন্ট-১৯
২. বাংলা: ম্যাচ-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-১৬
৩. বরোদা: ম্যাচ-৩, জয়-৩, ড্র-২, হার-০, পয়েন্ট-১২
৪. হিমাচলপ্রদেশ: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৮
৫. উত্তরপ্রদেশ: ম্যাচ-৩, জয়-১, ড্র-০, হার-২, পয়েন্ট-৭
৬. ওড়িশা: ম্যাচ-৩, জয়-০, ড্র-২, হার-১, পয়েন্ট-৪
৭. হরিয়ানা: ম্যাচ-৩, জয়-০, ড্র-২, হার-১, পয়েন্ট-২
৮. নাগাল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, ড্র-০, হার-৩, পয়েন্ট-০
বাংলার প্রথম তিনটি ম্যাচের ফলাফল
১. উত্তরপ্রদেশকে প্রথম ম্যাচ ৬ উইকেটে পরাজিত করে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলা।
২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেন মনোজরা।
৩. নাগাল্যান্ডকে এক ইনিংস ও ১৬১ রানে পরাজিত করে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলা।
For all the latest Sports News Click Here