BENG vs SAU Ranji Trophy Final Live: ইডেনের কোন কোন গেট খোলা থাকবে দর্শকদের জন্য
আগাগোড়া দাপট দেখিয়ে চলতি রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলা ও সৌরাষ্ট্র। এবার শেষ হার্ডলে কোন দল প্রতিপক্ষকে টেক্কা দেয়, সেটাই হবে দেখার। এর আগে ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালে সম্মুখসমরে নামে দু’দল। সেই ম্যাচে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। এবার ঘরের মাঠে বাংলার সামনে সুযোগ রয়েছে বদলা নেওয়ার। সেই সঙ্গে ৩৩ বছর পরে রঞ্জি খেতাব ঘরে তোলার হাতছানিও রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে। উল্লেখ্য, বাংলা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মরশুমে।
ইডেনের কোন কোন গেট খোলা থাকবে দর্শকদের জন্য?
ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ফাইনাল দেখার জন্য কোনও পয়সা লাগবে না ক্রিকেটপ্রেমীদের। সিএবি ক্লাব হাউসের দু’দিকে গ্যালারির চারটি ব্লক খোলা রাখছে সাধারণ দর্শকদের জন্য। ক্রিকেটপ্রেমীরা ইডেনের ৩ ও ৪ নম্বর গেট দিয়ে বি ও সি ব্লকের লোয়ার টিয়ারে প্রবেশ করতে পারবেন। ১৪ ও ১৭ নম্বর গেট দিয়ে কে ও এল ব্লকের লোয়ার টিয়ারে প্রবেশ করা যাবে।
কোন পথে ফাইনালে ওঠে বাংলা
১. গ্রুপের প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দেয় বাংলা।
২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে। তবে প্রথম ইনিংসে লিড নেয়।
৩. নাগাল্যান্ডকে তৃতীয় ম্যাচে এক ইনিংস ও ১৬১ রানে হারিয়ে দেয়।
৪. উত্তরাখণ্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ড্র করে। যদিও প্রথম ইনিংসে এগিয়ে থাকে।
৫. বরোদার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে ৭ উইকেট জয় তুলে নেয়।
৬. ষষ্ঠ ম্যাচে হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানে পরাজিত করে।
৭. ওড়িশার বিরুদ্ধে লিগের সপ্তম তথা শেষ ম্য়াচ ৭ উইকেটে হেরে বসে।
৮. কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয়।
৯. সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে পরাজিত করে।
For all the latest Sports News Click Here