BENG vs SAU: তিনিই বাংলার ১ নম্বর ব্যাটসম্যান, পরিসংখ্যানে বুঝিয়ে দিলেন অনুষ্টুপ
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এবারের রঞ্জি মরশুমে অনুষ্টুপ মজুমদারই যে বাংলার সেরা ব্যাটসম্যান, সে বিষয়ে কারও মনেই সন্দেহ থাকা উচিত নয়। পরিসংখ্যানের নিরিখে তো বটেই, এমনকি পরিস্থিতির বিচারেও অনুষ্টুপ যেভাবে নির্ভরতা দিয়েছেন দলকে, বাকিরা কেউই তেমন দৃঢ়তা দেখা পারেননি। টুর্নামেন্টের শেষ ইনিংস পর্যন্ত মজুমদার চোয়ালচাপা লড়াই চালিয়েছেন বাংলার হয়ে।
শুধু বাংলার নয়, বরং পরিসংখ্যানের নিরিখে এবারের রঞ্জি ট্রফির অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ইডেনে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করার সুবাদে অনুষ্টুপ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন। তিনি পিছনে ফেলে দেন দিল্লির ধ্রুব শোরেকে (৮৫৯)।
পরিস্থিতির নিরিখে এখনই বলে দেওয়া যায় যে, অনুষ্টুপ এবারের রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে থেকে অভিযান শেষ করলেন। ১০টি ম্য়াচের ১৫টি ইনিংসে অনুষ্টুপ ৬১.৯২ গড়ে ৮৬৭ রান সংগ্রহ করেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন।
আরও পড়ুন:- NZ vs ENG: ব্রডের আগ্রাসনে আয়ারাম-গয়ারাম উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের হার বাঁচাবেন কে?
অনুষ্টুপের থেকে বেশি রান করেছেন কেবল সৌরাষ্ট্রের অর্পিত বাসবদা ও কর্ণাটকের মায়াঙ্ক আগরওয়াল। অর্পিত আরও একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও পেতে পারেন। তাতে অনুষ্টুপের প্রথম তিনে থাকা আটকাবে না। বাসবদা ১০টি ম্যাচের ১৫টি ইনিংসে ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেছেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন।
এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি ৯৯০ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ৯টি ম্যাচের ১৩টি ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৮২.৫০ গড়ে রান সংগ্রহ করেন মায়াঙ্ক। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন।
এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করা ৫ ব্যাটসম্যান:-
১. মায়াঙ্ক আগরওয়াল: ৯৯০
২. অর্পিত বাসবদা: ৯০৭
৩. অনুষ্টুপ মজুমদার: ৮৬৭
৪. ধ্রুব শোরে: ৮৫৯
৫. সচিন বাবি: ৮৩০
আরও পড়ুন:- Women’s T20 WC: ইংল্যান্ডকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত ভারতের, দেখুন কীভাবে
অনুষ্টুপ রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে ১৬ রান করে আউট হন। তিনি দ্বিতীয় ইনিংসে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলার হয়ে এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করেছেন তিনিই। তাঁর পিছনে রয়েছেন সুদীপ ঘরামি (৮০৩) ও অভিমন্যু ঈশ্বরন (৭৯৮)। অনেক পিছিয়ে রয়েছেন মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। দুই তারকা এখনও ৫০০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here