BENG vs MP Ranji Trophy Semi Final Live: রানের পাহাড় গড়াই আজ লক্ষ্য বাংলার
রঞ্জি ট্রফি ফাইনালের পথে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা লিড ৩২৭ রান। বিপক্ষকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। ভালো শুরু করেও ফের বাংলার ওপেনিং জুটি ব্যর্থ। সেট হয়ে যাওয়ার পরেও ১৯ রানে বোল্ড হন করণলাল। তার একটু পরেই সামনের বল পিছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান অভিমুন্য ঈশ্বরন। তবে ফের বাংলার হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৫৯ রান বাংলার ঝুলিতে।
বদলা পূরণের পথে
গত বার রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলা। এ বার লক্ষ্যই ছিল বদলা নেওয়ার। সেই লক্ষ্য প্রায় সফল করে ফেলেছেন মনোজরা। ব্যাট হাতে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে হবে তাঁদের। মধ্যপ্রদেশের উপর বিরাট রানের বোঝা চাপিয়ে চাপে ফেলে দিতে চায় বাংলা। তা হলেই মধ্যপ্রদেশের কাছে সময় কমে যাবে। বাংলার রান টপকে যাওয়া কঠিন হয়ে যাবে রজত পতিদারদের পক্ষে। সেই পরিস্থিতি তৈরি করে দিতে চায় বাংলা।
ফাইনালের পথে বাংলা
রঞ্জি ট্রফি ফাইনালের পথে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা লিড ৩২৭ রান। বাংলার ৪৩৮ রানের জবাবে ১৭০-এ শেষ হয়ে যায় মধ্য়প্রদেশ। বিপক্ষকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। ভালো শুরু করেও ফের বাংলার ওপেনিং জুটি ব্যর্থ। সেট হয়ে যাওয়ার পরেও ১৯ রানে বোল্ড হন করণলাল। তার একটু পরেই সামনের বল পিছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান অভিমুন্য ঈশ্বরন। তবে ফের বাংলার হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৫৯ রান বাংলার ঝুলিতে।
For all the latest Sports News Click Here