BENG vs MP Ranji Semi LIVE: হাতে আছে আরও ৩৮২ রান – প্রথম ইনিংসে লিড পাবে বাংলা?
BENG vs MP Ranji Trophy Semi Final Live Scores: রঞ্জি ট্রফির ফাইনালে কি উঠতে পারবে বাংলা? নাকি ফের বাজিমাত করবে মধ্যপ্রদেশ? আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলার উপর অনেকাংশে সেই উত্তর নির্ভর করছে। প্রথম ইনিংসে বাংলা ৪৩৮ রান করে অল-আউট হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের স্কোর ঠেকেছে দুই উইকেটে ৫৬ রান। রঞ্জির প্রথম সেমিফাইনালে বাংলা বনাম মধ্যপ্রদেশের তৃতীয় দিনের খেলা কোন পথে এগোয়, সেইসব আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে চোখ রাখুন।
নাগপুরে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারবে ভারত?
রঞ্জি ট্রফির মধ্যেই নাগপুরে ভারত এবং অস্ট্রেলিয়ার মহারণ চলছে। দ্বিতীয় দিনে এগিয়ে থেকে খেলতে নামছে ভারত। প্রথম ইনিংসে ১৭৭ রান অল-আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম দিনের শেষে ভারতের স্কোর এক উইকেটে ৭৭ রান। ১০০ রানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া। ক্রিজে আছেন রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যে অর্ধশতরান করে ফেলেছেন রোহিত। আজ কি সেটা শতরানে পরিবর্তন করতে পারবেন? সেটার জন্য নজর রাখতে হবে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে – ক্লিক করুন এখানে
ইন্দোরের পিচের কী অবস্থা?
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচে মোটের উপর পাটা ছিল। তবে দ্বিতীয় দিন থেকেই অসমান বাউন্স দেখা গিয়েছে। কয়েকটি বল লাফিয়ে উঠছে। বিশেষত অফস্পিনারদের লেংথ বলে সেরকম দেখা গিয়েছে। অর্থাৎ বিষয়টি একেবারে স্পষ্ট যে যত সময় এগোবে, তত ব্যাটারদের কাজ কঠিন হয়ে উঠবে।
For all the latest Sports News Click Here