BCCI-কে না বলার সাহস নেই অজি বোর্ডের, হ্যাজেলউডদের IPL খেলা নিয়ে দাবি ক্লার্কের
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জোশ হ্যাজেলউড। চোট সারেনি বলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে পারেননি তিনি। একই কারণে তিনি আইপিএলের শুরু থেকে যোগ দিতে পারেননি আরসিবি শিবিরে।
হ্যাজেলউডকে ছাড়াই আইপিএলের প্রথম ৮টি ম্যাচে মাঠে নামতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। অবশেষে নিজেদের ৯ নম্বর লিগ ম্যাচে অজি পেসারকে মাঠে নামাতে সক্ষম হন ফ্যাফ ডু’প্লেসিরা। সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চলতি মরশুমের আইপিএলে প্রথমবার মাঠে নামেন হ্যাজেলউড। প্রথম ম্যাচেই দুর্দান্ত বল করেন তিনি। ৩ ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন হ্যাজেলউড। আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাঁর এই পারফর্ম্যান্স।
যদিও হ্যাজেলউডের আইপিএলে মাঠে নামা নিয়েই খুশি নন প্রাক্তন অজি দলনায়ক মাইকেল ক্লার্ক। তিনি সরাসরি প্রশ্ন তোলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাসেজ সিরিজের আগে সদ্য চোট সারিয়ে ওঠা অজি পেসারের এমন ঝুঁকি নেওয়া উচিত কিনা, সে বিষয়ে। ক্লার্কের দাবি, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় থেকে সপ্তাহখানেক বিশ্রাম নেওয়া উচিত ছিল হ্যাজেলউডের।
Fox Sports-এ ক্লার্ক বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন ও (হ্যাজেলউড) আইপিএলে মাঠে নামতে গেল! আমি জানি না কেন অস্ট্রেলিয়ায় থেকে টেস্ট ক্রিকেটের প্রস্তুতি সারার কথা ভাবল না। আমি সত্যিই বুঝতে পারছি না যে, এই মুহূর্তে তিন-চার ওভার বল করাটা অ্যাসেজের সেরা প্রস্তুতি হতে পারে কিনা। বিশেষ করে যে ধরণের চোট থেকে সদ্য সেরে উঠেছে ও এবং যতটা দীর্ঘ সময় ও টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছে।’
আরও পড়ুন:- কুম্বলে, সৌরভ, গম্ভীর, সিনিয়রদের নিয়ে কোহলির সমস্যা বরাবরের, নেটিজেনদের দাবি, সচিনের সঙ্গেও ঝামেলায় জড়ালে অবাক হবেন না
ক্লার্ক অবশ্য এটাও স্বীকার করে নেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখের উপর না বলার সাহস নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। তাই জাতীয় দলের স্বার্থ জলাঞ্জালি দিয়ে ক্রিকেটারদের আইপিএল খেলা আটকাতে পারছে না তারা। সেই সঙ্গে মাইকেল এও দাবি করেন যে, ক্রিকেট অস্ট্রেলিয়া যতক্ষণ না ক্ষতিপূরণের কথা ভাববে, এ ধরণের ঘটনা আটকানো যাবে না। তাঁর কথায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে এখনই হ্যাজেলউডকে আটকাতে পারে। ওরা ক্রিকেটারদের আইপিএল খেলতে যাওয়া থেকে বিরত করতেই পারে। তবে এটা ভারত। আটকাতে যাবে মাথা খারাপ নাকি! ভারতকে কেউ না বলতে পারে না।’
আরও পড়ুন:- IPL 2023: ছক্কা হাঁকানোয় সবার আগে KKR, ডু’প্লেসি একা যতগুলি ছয় মেরেছেন, দিল্লির সবাই মিলে মারতে পারেননি- পরিসংখ্যান
প্রাক্তন অজি দলনায়ক সঙ্গে যোগ করেন, ‘যতক্ষণ না ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, ঠিক আছে, আইপিএল তোমাকে ৮ সপ্তাহের জন্য ৩ মিলিয়ন ডলার দিচ্ছে, আমরা তোমাকে সেই ৩ মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে থাকো এবং আমাদের সঙ্গে অনুশীলন করো, ততক্ষণ পর্যন্ত ছবিটা বদলাবে না।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here