BB15: দেবলীনার সঙ্গে তুমুল ঝগড়া, অজ্ঞান হয়ে করণ কুন্দ্রার ঘাড়ে পড়লেন শমিতা!
বিগ বসের ঘরে ভিআইপি প্রতিযোগিরা আসবার পর এক সপ্তাহও কাটেনি, কিন্তু ঘরের ইকুয়েশন একদম পালটে গিয়েছে। বিগ বসের ঘরে পা রাখবার পর থেকেই দেবলীনার নিশানায় শমিতা শেট্টি। দুজনের ‘তু তু মেয় মেয়’ আগেও দেখেছে দর্শকরা, তবে বৃহস্পতিবারের এপিসোডে সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছাবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেবে যে জ্ঞান হারাবে শমিতা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যালে।
আপতত বিগ বসের ঘর দু-ভাগে বিভক্ত, ভিআইপিস আর নন-ভিআইপিস। প্রাইজ মানি বাঁচাতে বিগ বস দুই শিবিরের জন্য একটি টাস্ক দেন। আর সেই টাস্ক চলাকালীনই শমিতা ও দেবলীনার মধ্যে তুমুল ঝগড়া হবে। নতুন প্রমোতে দেখা যাচ্ছে, ভিআইপি প্রতিযোগিদের সঙ্গে দুর্ব্যবহার করবেন শমিতা, তাতেই ক্ষেপে লাল দেবলীনা। শমিতার সঙ্গে এরপরই ঝগড়া জুড়ে দেন পর্দার গোপী বহু। এরপরই শমিতা দেবলীনাকে একটি অশ্লীল শব্দে আক্রমণ করেন। তাতেই মেজেজা হারান দেবলীনা। অন্য প্রতিযোগিরা দুজনকে থামানোর চেষ্টা করলেও দুজনেই কন্ট্রোলের বাইরে চলে যান। দেবলীনা জোর গলায় মহব্বতে তারকাকে বলেন, ‘তোর শেট্টিগিরি এখানেই বার করে দেব’।
কয়েক মুহূর্ত পরেই দেখা যায় শমিতা অজ্ঞান হয়ে গিয়েছেন, তাঁকে কোনওরকমে সামলে নেন পাশে দাঁড়ানো করণ কুন্দ্রা। এরপর কোলে তুলেই মেডিক্যাল রুমের উদ্দেশ্যে শমিতা নিয়ে যান করণ। সেইসময় দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু রশমিকে বলতে শোনা যায়, ‘যদি তুমি সমালোচনা শুনতে না পারো, তাহলে অন্যকে গালিগালাজ করা উচিত নয়’।
বিগ বসের বেশ কিছু প্রতিযোগী শমিতার বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন শুরু থেকেই। শমিতার বদমেজাজি এমন অভিযোগও উঠেছে। সম্প্রতি বোনের সমর্থনে মুখ খুলেছেন শিল্পা। ইনস্টাগ্রাম পোস্টে সাহসী বোনুর প্রতি তাঁ বার্তা, ‘ওঁরা ভাবে তুমি প্রভাবশালী, অধিক সুবিধা পাচ্ছো, তুমি ভণ্ড, কিংবা কেউ ভাবে তোমার কোনও ব্যক্তিতগ মতামত নেই, তুমি মাথা কাজে লাগাও না। এই সব অভিযোগ মিথ্যা। আমি এটা কোনওরকম পক্ষপাতিত্ব না করেই বলছি, শুধু তোমার দিদি হিসাবে নয়, বিগ বসের দর্শক হিসাবেও।
For all the latest entertainment News Click Here