Badminton Rankings: ২০১৬ সালের পরে ১০-র নীচে নামলেন পিভি সিন্ধু
শুভব্রত মুখার্জি: ভারতের ইতিহাসে অন্যতম সেরা অলিম্পিয়ান তিনি। তিনি হলেন পিভি সিন্ধু। দুবারের অলিম্পিক পদকজয়ী এবং তাঁর সমর্থকদের জন্য এবার এল অত্যন্ত খারাপ খবর। Badminton Rankings-এ প্রথম দশের বাইরে ছিটকে গেলেন তারকা শাটলার। বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন সিন্ধু। গত সপ্তাহেই সুইস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই এল এই খারাপ খবর।
আরও পড়ুন… পাকিস্তান পেল আরও এক ভয়ঙ্কর পেস বোলার! তরুণ পাক পেসারের বলে রক্তাক্ত আফগান ব্যাটার
প্রসঙ্গত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর কেরিয়ারের সব থেকে ভালো র্যাঙ্কিং ছিল ২ নম্বর। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে টানা তিনি ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় ছিলেন প্রথম দশের মধ্যে। এই প্রথমবার ১০ থেকে ছিটকে যেতে হল তাঁকে, অর্থাৎ দশের নীচে নামতে হল তাঁকে। সদ্য প্রকাশিত তালিকায় দু ধাপ নীচে নেমে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১১ নম্বরে। তাঁর ঝুলিতে রয়েছে ৬০,৪৪৮ পয়েন্ট। ২৭ বছর বয়সি এই হায়দরাবাদি শাটলার এই মরশুমে প্রথম থেকেই সমস্যায় রয়েছেন। রয়েছে তাঁর ধারাবাহিকতার অভাব। ফর্মও খুব একটা ভালো নেই তাঁর। চলতি মরশুমে এখনও বলার মতন সে রকম কোনও সাফল্য পাননি পিভি সিন্ধু।
আরও পড়ুন… KKR নয় কোন টিমে যোগ দিচ্ছেন স্টিভ স্মিথ, অবশেষে মিলল তথ্য
২০১৩ সালের অগস্টে প্রথমবার ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে প্রবেশ করেছিলেন তিনি। এরপর থেকে খুব একটা অদল বদল না হলেও শীর্ষ দশে জায়গা ধরে রেখেছিলেন সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলস ক্রমতালিকায় এইচ এস প্রনয় রয়েছেন আট নম্বরে। তাঁর র্যাঙ্কিংয়ের কোন পরিবর্তন হয়নি। একধাপ নেমে গিয়ে কিদাম্বি শ্রীকান্ত রয়েছেন ২১ নম্বরে। ২৫ নম্বরে রয়েছেন তারকা শাটলার লক্ষ্য সেন। সুইস ওপেন চ্যাম্পিয়ন হ ওয়া সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি রয়েছেন ছয় নম্বরে। অন্যদিকে ১৮ নম্বরে রয়েছেন গায়ত্রী গোপিচাঁদ এবং ট্রেসা জলি জুটি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here