AUS vs WI: লক্ষ্য কঠিন, অসম্ভব নয়, ক্যাপ্টেনের ব্যাটে পালটা লড়াই ক্যারিবিয়ানদের
লক্ষ্যটা সহজ নয়, তবে এখনই লড়াই ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে ক্যারিবিয়ানদের সামনে জয়ের রাস্তা খোলা রয়েছে। অন্ততপক্ষে ম্য়াচ বাঁচিয়ে মাঠ ছাড়ার সুযোগও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে তার জন্য শেষ দিনে নিজেদের ছাপিয়ে যেতে হবে ক্রেগ ব্রাথওয়েটদের।
অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ৫৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৮৩ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৩১৫ রানের বিশাল লিড হাতে পেয়ে যায় অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও তারা ক্যারিবিয়ানদের ফলো-অন করায়নি। বদলে নিজেরাই দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। মার্নাস ল্যাবুশান ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ২০ রানে নট-আউট থাকেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার ৪৮ ও উসমান খোওয়াজা ৬ রান করে মাঠ ছাড়েন। ১টি করে উইকেট নেন কেমার রোচ ও রোস্টন চেস।
আরও পড়ুন:- AUS vs WI: একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি, গাভাসকরদের এলিট লিস্টে মার্নাস ল্যাবুশান
জয়ের জন্য ৪৯৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা চতুর্থ দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৬৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। তেজনারায়ন চন্দ্রপল ৪৫ রান করে আউট হন।
আরও পড়ুন:- IND vs BAN: ফের বদল ভারতের ODI স্কোয়াডে, শামির পরিবর্তে বাংলাদেশ সফরে তরুণ পেসার
জয়ের জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ৩০৬ রান। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৭টি উইকেট। সন্দেহ নেই এমন পরিস্থিতিতে পারথ টেস্টের পাল্লা ঝুঁকে অজিদের দিকেই।
For all the latest Sports News Click Here