AUS vs WI: নেতৃত্বে ফিরেই শূন্য রানে আউট স্মিথ, টানা তৃতীয় শতরান ল্যাবুশানের
নেতৃত্বের ব্যাটন ফিরে পেয়েই ব্যাট হাতে ব্যর্থ হলেন স্টিভ স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন তিনি।
স্মিথ খাতা খুলতে না পরলেও মার্নাস ল্যাবুশানকে থামানোর উপায় খুঁজে পাননি ক্যারিবিয়ান বোলাররা। পারথ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা মার্নাস এবার অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ফের শতরান করেন। ব্যাট হাতে তিন অঙ্কের রানে পৌঁছে যান ট্রেভিস হেডও।
অ্যাডিলেড ওভালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে নামা স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে অস্ট্রলিয়া তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৩৩০ রান তোলে। সুতরাং, অ্যাডিলেডে বড় রানের পথে এগিয়ে চলেছেন অজিরা।
আরও পড়ুন:- জুটল না অস্ট্রেলিয়া টেস্ট, ইডেন পেল ভারত-শ্রীলঙ্কা ODI, আইপিএলের আগে ঘরের মাঠে ১৯টি ম্যাচের সূচি প্রকাশ করল BCCI
ডেভিড ওয়ার্নার আগ্রাসী শুরু করেও সস্তায় আউট হয়ে বসেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২১ রান করে আলজারি জোসেফের বলে জোশুয়ার দস্তানায় ধরা পড়েন ওয়ার্নার। অপর ওপেনার উসমান খোওয়াজা ৬২ রান করে সাজঘরে ফেরেন। ডেভন থমাসের বলে এলবিডব্লিউ হন তিনি। ১২৯ বলের ইনিংসে উসমান ৯টি চার মারেন।
আরও পড়ুন:- নতুন BCCI সভাপতিও কোহলির পরামর্শে কান দিলেন না, ফের হাই-ভোল্টেজ টেস্ট খেলা হবে ছোট কেন্দ্রে
স্মিথ ৮ বল খেলে খাতা খোলার আগেই জেসন হোল্ডারের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন। ল্যাবুশান প্রথম দিনে অপরাজিত থাকেন ২৩৫ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তিনি ১১টি চার মেরেছেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত ১১৪ রানে নট-আউট থাকেন ট্রেভিস হেড। ১৩৯ বলের ইনিংসে তিনি ১২টি চার মেরেছেন।
For all the latest Sports News Click Here