Aus vs Pak: একেই বৃষ্টি, সঙ্গে অজিদের চাপে ফেলতে ব্যর্থ পাক বোলাররাও, ড্র হওয়ার পথে প্রথম টেস্ট
অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন মার্নাস ল্যাবুশেন। ৯০ করে তিনি আউট হয়ে গিয়েছেন। স্টিভ স্মিথ আবার আউট হয়েছেন ৭৮ করে। তবে পাকিস্তান বোলাররা চাপে ফেলতে পারেনি অজিদের। আজহার আলি-ইমাম উল হকরা বড় রানের ইনিংস খেলে ডিক্লেয়ার করলেও, কাজের কাজ কিছুই হয়নি। বরং রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ড্র হওয়ার পথে।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৪৯। টসে জিতে প্রথম ব্যাট করে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ৪৭৬ রানের বড় স্কোর করে। তারা চেয়েছিল অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে। কিন্তু তাদের সেই পরিকল্পনা কার্যকর হয়নি। । চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া আর ২৭ রানে পিছিয়ে। তবে টেস্ট যে দিকে এগোচ্ছে, তাতে এই ম্যাচ ড্র হওয়ার পথে।
একেই পাক বোলাররা অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে ব্যর্থ। দোসর আবার বৃষ্টি। রবিবার রাতভর বৃষ্টি হয় রাওয়ালপিন্ডিতে। যে কারণে সকালে মাঠ পুরো ভিজে ছিল। ফলে লাঞ্চের পর খেলা শুরু করা সম্ভব হয়। ল্যাবুশেন ৯০ করে আউট হওয়ার পরে ট্রেভিস হেড মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। আশার আলো দেখে পাকিস্তান। কিন্তু স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন। সপ্তম উইকেটে ৮১ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ক্যামেরন গ্রিন ৪৮ করে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৭৮ করে প্যাভিলিয়নে ফেরেন স্মিথও। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক (১২) এবং প্যাট কামিন্স (৪)।
এ দিন ৩ উইকেট সহ মোট ৪ উইকেট নেন নৌমান আলি। সাজিদ খান, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি ১টি করে উইকেট নিয়েছেন। যা পরিস্থিতি খুব বড় অসম্ভব ধরনের অঘটন না ঘটলে এই টেস্ট ড্র হতেই চলেছে।
For all the latest Sports News Click Here