AUS vs NZ: চেনা পিচ, বড় মঞ্চের চাপ সামলানোর অভিজ্ঞতাই প্লাস পয়েন্ট অজিদের
শনিবার সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড শুরুর আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার শক্তি ও দুর্বলতা।
অস্ট্রেলিয়ার শক্তি:-
১. ঘরের মাঠে খেলতে নামছে অস্ট্রেলিয়া। চেনা পিচ ও পরিবেশ ছাড়াও দর্শকদের সমর্থনও থাকবে অজিদের অনুকূলে।
২. বড় মাঠে খেলে অভ্যস্থ বলে অস্ট্রেলিয়া বাউন্ডারি লাইনের দূরত্বটাকে যথাযথ ব্যবহার করতে পারবে। পিচের কোন দিকে বড় শট খেলা যাবে কোন দিকে বল ঠেলে দিয়ে খুচরো রান সংগ্রহ করা যাবে, সেটা অজিদের নখদর্পণে।
৩. বেশ কিছুদিন রংচটা দেখালেও বিশ্বকাপের ঠিক আগে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা বড় মঞ্চের প্লেয়ার হিসেবে তুলে ধেরেছেন নিজেদের। ফর্মে রয়েছেন ম্যাথিউ ওয়েডও।
আরও পড়ুন:- IND vs PAK: ‘ওদের বোলিং ভালো, আমাদের ব্যাটাররা অভিজ্ঞ’, রোহিতের ইঙ্গিত, লড়াই হবে সেয়ানে-সেয়ানে
৪. বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামলানোর অভজ্ঞতা আছে অস্ট্রেলিয়া দলের। আইসিসি ইভেস্টে অজিদের চমকপ্রসদ সাফল্যই তাদের মানসিকভাবে এগিয়ে রাখবে কয়েক পা।
৬. বোলিং বরাবর বড় শক্তি অস্ট্রেলিয়ার। জোস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের পেস ত্রয়ীর সঙ্গে অ্যাডাম জাম্পার স্পিন কম্বিনেশন যে কোনও দলের ব্যাটসম্যানদের দুশ্চিন্তায় রাখবে।
আরও পড়ুন:- IND vs PAK: ‘কাল কী হবে উপরওয়ালা জানেন’, রোহিতের দাবি, তাঁরা কিন্তু ছোট ম্যাচের জন্যও তৈরি
অস্ট্রেলিয়ার দুর্বলতা:-
১. ফর্মে নেই অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চোট সারিয়ে মাঠে ফেরার পরে স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগছে স্টইনিসের। জোস ইংলিস চোট পেয়ে ছিটকে যাওয়ায় বিকল্প কমেছে অজি স্কোয়াডে।
২. বিশ্বকাপের আগে দল হিসেবে মোটেও দুর্দান্ত ফর্মে নেই অস্ট্রেলিয়া। ভারত সফরে টি-২০ সিরিজ হারতে হয়েছে ফিঞ্চদের। পরে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ২টি টি-২০ ম্যাচে পরাজিত হয়েছে তারা। প্রস্তুতি ম্যাচেও ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
For all the latest Sports News Click Here