Aus vs Eng WWC Live: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
আজ ক্রাইস্টচার্চে ফিরতে চলেছে ৪০ বছর আগের ইতিহাস। যদিও এক্ষেত্রে পুরনো ছবি বদলে দেওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে। ১৯৮২ সালে এই ক্রাইস্টচার্চেই মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে নেমেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সুতরাং, সেই একই শহরে ফের বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে নামছে দু’টি একই দল। এই প্রথম বার কোনও আইসিসি ইভেন্টে এমনটা ঘটতে চলেছে। এর আগে কখনও কোনও আইসিসি ইভেন্টের ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ ও আয়োজক শহর একই (পুনরাবৃত্তি) হয়নি। সেদিক থেকে নিঃসন্দেহে নতুন ইতিহাস রচিত হতে চলেছে বিশ্বকাপ ফাইনালে।
দুই দলের প্রথম একাদশ
ইংল্যান্ডের প্রথম একাদশ: ট্যামি বিউমন্ড, ড্যানিয়েল ওয়াট, হেথার নাইট (অধিনায়ক), ন্যাটালিয়া সিভার, অ্যামি জোনস (উইকেটকিপার), সোফিয়া ডাঙ্কলি, ক্যাথেরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, কেট ক্রস, শার্লট ডিন, অ্যানা শ্রুবসোল।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: র্যাচেল হেনস, অ্যালিসা হিলি (উইকেটকিপার), মেগ ল্যানিং (অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, টালিয়া মেগ্রা, অ্যাশলে গার্ডনার, জেস জোনাসন, অ্যালেনা কিং, মেগান শুট, ডার্সি ব্রাউন। (প্রসঙ্গত, এলিসা পেরি খেললেও, বল করার সম্ভাবনা কম)।
টসে জিতল ইংল্যান্ড
টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড। শেষ বিশ্বকাপের ফাইনালেও টসে জিতেছিল ইংল্যান্ড। তবে সে বার তারা ব্যাটিং নিয়েছিল।
For all the latest Sports News Click Here