AUS vs ENG: প্লেয়ারদের সুরক্ষা সবার আগে- ভেজা মাঠে খেলা করার পক্ষে নন ফিঞ্চ
একেই নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। তার উপর আবার বৃষ্টির জন্য ভেস্তে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচটি। শুক্রবার এত ছেপে বৃষ্টি হয়েছে। যার জেরে একটি বলও খেলা সম্ভব হয়নি। এ দিন শুধু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়। তার আগের আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছে। যার ফলে বড় ধাক্কা খেল গ্রুপ ওয়ানের চারটি টিমই।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ক্ষেত্রে পরের দিকে অবশ্য বৃষ্টি কমে গিয়েছিল। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় শুরু করা সম্ভব হয়নি এই ম্যাচ। দীর্ঘ সময় অপেক্ষা করা হয়েছিল। বারবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররাও। দু’-দলের অধিনায়কের সঙ্গে কথাও বলতে দেখা যায় আম্পায়ারদের। কিন্তু শেষ পর্যন্ত কোনও স্বস্তির খবর অবশ্য শোনাতে পারলেন না কেউই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলকে।
আরও পড়ুন: ভাগ্যই খারাপ এই WC-র! MCG-তে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার অতীতের রেকর্ড অবাক করবে
এতে অবশ্য তীব্র চাপে পড়ে গিয়েছে দুই দলই। বিশেষ করে অস্ট্রেলিয়া। কারণ তাদের ঘরের মাঠে খেলা, যদি তারা সেমিফাইনালেও না উঠতে পারে, সে ক্ষেত্রে নিঃসন্দেহে চাপ বাড়বে অ্যারন ফিঞ্চদের। কারণ ইতিমধ্যে সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে গিয়েছে অজিদের জন্য। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ রীতিমতো হতাশ। ম্যাচ ভেস্তে যাওয়ায় তিনি বলেছেন, ‘এই মাঠ এত ভেজা কোনও দিন দেখিনি। গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির জেরে পুরো ভিজে গিয়েছে আউটফিল্ড। বিশেষত রান আপের জায়গা সবচেয়ে খারাপ পরিস্থিতি। সার্কেলের পুরো জায়গাই ভেজা। ম্যাচের চেয়েও প্লেয়ারদের সুরক্ষা বেশি জরুরি।’ তিনি আরও যোগ করেন, ‘জিম্বাবোয়ে ম্যাচটাই দেখছিলাম। একজন প্লেয়ার পড়ে গেল। ম্যাচ খেলতে না পেরে আমাদেরও খারাপ লাগছে, তবে যা পরিস্থিতি তাতে কিছু করার ছিল না।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তান কোনও T20 জেতেনি,সেই রেকর্ডই বজায় থাকবে এই বিশ্বকাপে?
এই মুহূর্তে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলের প্রথম চারে থাকা চারটি দল যথাক্রমে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। প্রত্যেকের পয়েন্ট ৩ করে। নিউজিল্যান্ড বাদে বাকি তিন টিম ৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। কিউয়িরা ২টি ম্যাচ খেলেছে। রানরেটে এগিয়ে পিছিয়ে রয়েছে দলগুলো। রানরেটে অনেকটাই পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সেই প্রসঙ্গে ফিঞ্চ বলেছেন, ‘সবার আগে তো ম্যাচটি জিততে হবে। তার পর আপনি নেটরানরেটের এর জন্য ঝাঁপানোর সুযোগ পাবেন। আমাদের আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমরা রানরেট নিয়ে যেটা করতে পারি, সেটাই করতে হবে।’
পাশাপাশি ফিঞ্চ জানিয়েছেন, কোভিড পজিটিভ হলেও, তাঁরা আজ ম্যাথু ওয়েডকে খেলাতেন। তিনি বলেওছেন, ‘ও (ওয়েড) খেলতে যাচ্ছিল। তবে ম্যাচ হবে না জেনে চেঞ্জিং রুমে নিজে থেকে চলে গেল। তার কিছু উপসর্গ আছে কিন্তু খেলতে সমস্যা ছিল না।’
For all the latest Sports News Click Here