ATP Rankings-এ এক নম্বর হওয়ার নিরিখে স্টেফি গ্রাফের রেকর্ড ছুলেন জোকার
শুভব্রত মুখার্জি: তারকা টেনিস প্লেয়ার নোভক জকোভিচ সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ২২তম গ্রান্ড স্ল্যাম জিতে স্পর্শ করেছেন রাফায়েল নাদালকে। আর এ বার গড়ে ফেললেন আরও এক নজির। তিনি এ বার স্পর্শ করে ফেললেন আর এক কিংবদন্তি জার্মানির তারকা টেনিস প্লেয়ার স্টেফি গ্রাফকে। সদ্য প্রকাশিত হয়েছে এটিপির ক্রমতালিকা। সেই ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন নোভাক জকোভিচ। ফলে সব থেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার স্টেফি গ্রাফের নজিরকে স্পর্শ করেছেন তিনি।
আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়া নেই, মিয়ামি ওপেন খেলতে আমেরিকাতে প্রবেশে ছাড় চান নোভাক জকোভিচ
মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় ধরে টেনিসের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন স্টেফি গ্রাফ। এ বার সেই নজির স্পর্শ করে তাঁর পাশে নিজের জায়গা করে নিলেন সার্বিয়ান তারকা। মেয়েদের র্যাঙ্কিংয়ে ৩৭৭ সপ্তাহ শীর্ষে থেকেছিলেন স্টেফি গ্রাফ। শীর্ষে থেকে এই রেকর্ডটি গড়েন জার্মানির প্রাক্তন তারকা প্লেয়ার। আর এ বার সোমবার তাঁর সেই রেকর্ড ছুঁলেন জকোভিচ। পুরুষদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডটি ২০২১ সালের মার্চ থেকে ধরে রাখলেন ৩৫ বছর বয়সি এই সার্বিয়ান তারকা।
আরও পড়ুন: ৩ সেন্টিমিটার ছেঁড়া হ্যামস্ট্রিং নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন জিতে নজির জকোভিচের
উল্লেখ্য ১৯৮৭ সালে র্যাঙ্কিংয়ে প্রথম বার এক নম্বরে উঠেছিলেন স্টেফি গ্রাফ। আর এ বার গ্রাফকে স্পর্শ করে ২২টি মেজর জিতে সার্বিয়ান তারকা টানা ১৮৬ সপ্তাহ শীর্ষে থাকলেন।
সেরেনা উইলিয়ামস ২০১৬ সালে এই নজির স্পর্শ করেছিলেন। ২০১১ সালে প্রথম বার ছেলেদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন জকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত টানা ১২২ সপ্তাহ শীর্ষে ছিলেন। এর পর গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ৬ মাসের মধ্যে প্রথম বার শীর্ষে কামব্যাক করেন জকোভিচ। দুই নম্বরে রয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ।
For all the latest Sports News Click Here